ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ব্লাটারের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৫
ব্লাটারের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরু

ঢাকা: ফুটবলের সর্বোচ্চ সংস্থা, ফিফা আর্থিক দুনীর্তি মামলায় প্রেসিডেন্ট সেপ ব্লাটারের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরু করেছে। আর এর দায়িত্ব দেওয়া হয় সুইজারল্যান্ডের তদন্তকারী সংস্থাকে।

ফলে, আবারো গভীর সঙ্কটের মুখে পড়তে যাচ্ছে বিশ্ব ফুটবল।

জুরিখে ফিফা একজিকিউটিভ কমিটির বৈঠকের পর আর্থিক দুর্নীতি, তহবিল হের-ফের এবং ধান্দাবাজির অভিযোগে ব্লাটারকে জিজ্ঞাসাবাদ করে সুইস পুলিশ।

অ্যাটর্নি জেনারেল অব সুইজারল্যান্ডের (ওএজি) পক্ষ থেকে ব্লাটারকে জেরা করা হয় বলে নিশ্চিত করা হয়েছে। ওএজি’র সন্দেহ হয় ২০০৫ সালের সেপ্টেম্বরে ক্যারিবিয়ান ফুটবল ইউনিয়নের সঙ্গে ফিফার যে আর্থিক চুক্তি হয়েছিল, তাতে ব্লাটার সরাসরি জড়িত ছিলেন। একটি টিভি স্বত্ব নিয়ে চুক্তি করেছিলেন তারা। আর সেখানে বিপুল পরিমান অর্থ দুর্নীতির মাধ্যমে আত্মসাৎ করেন ব্লাটার।

ব্লাটারের পাশাপাশি সাবেক ফরাসি ফুটবল তারকা এবং বর্তমানে ফিফার সহ-সভাপতি মিশেল প্লাতিনিকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে নিশ্চিত করেছে ওএজি। তার ব্যাপারে অভিযোগ তোলা হয়, ২০১১ সালে ব্লাটারের কাছ থেকে ২০ লাখ সুইস ফ্রাঙ্ক নিয়মের বাইরে নিয়েছিলেন প্লাতিনি।

তদন্ত অভিযানে তল্লাশি চালিয়ে ব্লাটারের অফিসের কিছু নথিপত্র বাজেয়াপ্ত করা হয়। ফৌজদারি জালিয়াতির সন্দেহে ব্লাটারের বিরুদ্ধে এ তদন্ত অভিযান চলবে বলে জানা যায়। আর ফিফা তাতে সহযোগিতা করবে বলে নিশ্চিত করেছে।

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, ২৬ সেপ্টেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।