ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

দ্রুতই ফিরবেন মেসি: আর্জেন্টাইন চিকিৎসক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
দ্রুতই ফিরবেন মেসি: আর্জেন্টাইন চিকিৎসক ছবি : সংগৃহীত

ঢাকা: আর্জেন্টিনা ফুটবল দলের চিকিৎসক দোনাতো ভিল্লানি আশাবাদী বার্সেলোনার সুপাটস্টার লিওনেল মেসি দুই মাসের আগেই মাঠে ফিরতে পারবেন। স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার হয়ে লা লিগার ম্যাচে পালমাসের বিপক্ষে খেলার সময় চোট পান মেসি।



আর্জেন্টাইন এ তারকা স্ট্রাইকার সে ম্যাচের তৃতীয় মিনিটে পায়ে চোট পান। এরপরও বেশ কিছুক্ষণ মাঠে ছিলেন মেসি। তবে, ম্যাচের দশম মিনিটে মাঠ ত্যাগ করেন ইউরোপ সেরা ফুটবলার। মেসির বদলি হিসেবে দশম মিনিটে মাঠে নামেন মুনির আল হাদ্দাদি।

মাঠের বাইরে যাবার পর মেসিকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার টেস্ট করানোর পর বার্সার ক্লাব টুইটার থেকে জানানো হয়, ‘মেসির বাম হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেছে। এ কারণে তাকে ৭-৮ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।

তবে, আর্জেন্টাইন ভিল্লানি জানিয়েছেন, আমি অনেক বছর থেকে মেসিকে চিনি ও জানি। আমার বিশ্বাস দুই মাসেরও কম সময়ে সে নিজেকে মাঠে ফিরিয়ে আনবে। ছয় সপ্তাহের মধ্যেই আমরা তাকে ম্যাচ খেলতে দেখতে পারব। কারণ, আমি জানি মেসি একজন বিশ্বসেরা পেশাদারী ফুটবলার।

তিনি আরও যোগ করেন, মেসির যদি অস্ত্রোপচারের প্রয়োজন হয়, তবে প্রথম ধাপে তাকে বিশ্রামে থাকতে হবে। এরপর সে দ্রুতই ম্যাচ খেলার মতো পরিস্থিতিতে নিজেকে প্রস্তুত করতে পারবে। আমি জানি, সে সম্ভাব্য সবচেয়ে কম সময়ে চোট থেকে সেরে উঠবে।

এদিকে, মেসির চোট বার্সার সঙ্গে সঙ্গে বিপদে ফেলে দিয়েছে আর্জেন্টিনাকেও। এর মধ্যে লা লিগার পাঁচটি, চ্যাম্পিয়নস লিগের তিনটি ও কোপা ডেল রে’র অন্তত একটি ম্যাচ আছে। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচেও খেলতে পারবেন না তিনি। আর্জেন্টিনার হয়ে ৮ অক্টোবরের ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে থাকছেন না আর্জেন্টাইন দলপতি। ১৩ অক্টোবর প্যারাগুয়ের বিপক্ষেও খেলা হচ্ছেনা মেসির।

২২ নভেম্বর এল ক্লাসিকোর (রিয়াল মাদ্রিদের বিপক্ষে) আগেই মেসি নিশ্চয়ই চোট কাটিয়ে উঠতে চাইবেন এমনটি আশা করছেন মেসির ভক্ত-সমর্থকরা।

বাংলাদেশ সময় : ১৪৫২ ঘণ্টা, ২৮ সেপ্টেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।