ঢাকা: ইংলিশ প্রিমিয়ারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেলসি ছেড়ে এ মৌসুমে উলফসবার্গে নাম লেখান বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির তারকা ফুটবলার আন্দ্রে শ্যুরল। তিনি জানিয়েছেন স্ট্যামফোর্ড ব্রিজ থেকে চলে আসার একমাত্র কারণ, ব্লুজদের কোচ হোসে মরিনহো তাকে বিশ্বাস করতেন না।
জার্মানির ২৪ বছর বয়সী স্ট্রাইকার শ্যুরল ২০১৩-১৫ মৌসুমে চেলসির হয়ে খেলেছেন ৬৫টি ম্যাচ, গোল করেন ১৪টি। ব্লুজদের হয়ে ইংলিশ প্রিমিয়ারের ৩০ ম্যাচ থেকে তিনি গোল করেন ৮টি। কিন্তু, মরিনহোর সঙ্গে মানিয়ে নিতে না পারায় বুন্দেলিগার দল উলফসবার্গে পাড়ি জমান শ্যুরল।
চেলসি ছাড়া প্রসঙ্গে জার্মানদের জার্সি গায়ে ৪৭ ম্যাচ খেলা এ তারকা বলেন, চেলসিতে আমি ভালো সময় কাটাচ্ছিলাম। কেন আমি দলটি ত্যাগ করলাম, এ প্রশ্নের উত্তর ব্যাখ্যা করা আমার জন্য কঠিন। ব্লুজদের হয়ে বেশ ভালো পারফর্ম করেছি, কিন্তু দ্বিতীয় মৌসুমে আমি মরিনহোর আস্থা অর্জন করতে পারিনি। তার কারণে অনেক ম্যাচের শুরুর একাদশের আমি জায়গা পাইনি।
তিনি আরও যোগ করেন, আমি জানিনা কেন মরিনহো আমাকে বিশ্বাস করতেন না। সব সময় এ নিয়ে চিন্তিত ছিলাম। কিছু ম্যাচের শুরুর একাদশে মাঠে নামতাম আবার কিছু ম্যাচ পরেই আমাকে সাইড বেঞ্চে বসে থাকতে হতো। এটা অনেকটা আপ-ডাউনের মতো ছিল। আমার সাথে মরিনহোর সম্পর্ক ভালো ছিল। আমার উন্নতির জন্য তার সঙ্গে অনেক কথা বলতাম। তাকে অনেক সম্মানও করতাম।
ক্লাব ক্যারিয়ারে ২৪০ ম্যাচ খেলা শ্যুরল জানান, চেলসি থাকাকালীন আমি বেশ কিছু ম্যাচে ভালো খেলেছি। কিন্তু মরিনহোর সঙ্গে আমার সখ্যতা সেভাবে গড়ে উঠেনি। সম্ভবত সে কারণেই আমি ইংলিশ দলটি ছেড়ে চলে এসেছি। তবে, আমি বিশ্বাস করি চেলসি ছেড়ে আসা আমার জন্য মোটেই সহজ কাজ ছিলনা। তবে, জার্মান ক্লাব উলফসবার্গে নিজের নাম লেখাতে পেরে মনে হচ্ছে আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছি।
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ২৮ সেপ্টেম্বর ২০১৫
এমআর