ঢাকা: ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) প্রথম আসরে পঞ্চম স্থান নিয়ে শেষ করেছিল দিল্লি ডাইনামোস। তবে, এবারের আসরে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে মাঠে নামবে ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোসের দলটি।
দিল্লির কোচ এবং খেলোয়াড় ব্রাজিল তারকা কার্লোস জানিয়েছেন, আমি কোচ এবং খেলোয়াড় হিসেবে দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চাই। দুটো পজিশনেই নিজের সেরাটা বিলিয়ে দিতে চাই। ভারতের ফুটবলকে এগিয়ে নিতে আমার সর্বাত্মক চেষ্টা থাকবে। আপনারা দেখবেন আগামী দুই বছরের মধ্যে ভারতের ফুটবল অনেক এগিয়ে যাবে।
কোচ হিসেবে কার্লোসের লক্ষ্য থাকবে, ফুটবলারদের মাথায় চ্যাম্পিয়ন হওয়ার ভাবনাটা গেঁথে দেওয়া।
আইএসএলের দ্বিতীয় মৌসুমে নিজের দল এবং শিষ্যদের প্রসঙ্গে ব্রাজিলিয়ান তারকা বলেন, এ মৌসুমে আমার চোখ থাকছে শিরোপা জয়ে। আমাদের লক্ষ্য একটাই ‘চ্যাম্পিয়ন’ হওয়া। পরিকল্পনা অনুযায়ী আমি ছাত্রদের সাহায্য করে আসছি। ভারতের কিছু ফুটবলারকে আমি দলে পেয়েছি। দলে রয়েছে বিদেশি কিছু খেলোয়াড়। ফলে, আমি বিশ্বাস করি আমার দলটি এশিয়ার সেরা একটি দল হিসেবে গড়ে উঠছে।
কোচ হিসেবে নিজের ভূমিকায় সঠিক পথে এগুলেও হাতে চোট থাকা ৪২ বছর বয়সী কার্লোস খেলোয়াড় হিসেবে কতটুকু দিতে পারবেন, এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, আমি নিজের সেরাটাই দিতে চেষ্টা করব। আমার হাতের আঙুলে গুরুতর চোট রয়েছে, পায়ে নয়। তাই খেলতে সমস্যা কোথায়?
আইএসএল খেলে শুধু টাকা রোজগার করাই নয়, ব্রাজিলের তারকা এ ফুটবলারের লক্ষ্য ভারতীয় ফুটবলকে একটি নতুন উচ্চতায় নিয়ে যাওয়া।
নতুন আসরে দিল্লির প্রথম ম্যাচ ৪ অক্টোবর, এফসি গোয়ার বিপক্ষে। নেহরু স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, ২৯ সেপ্টেম্বর ২০১৫
এমআর