ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

৩৮ বছর পর ইডেনের মাটিতে পেলে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
৩৮ বছর পর ইডেনের মাটিতে পেলে ছবি : সংগৃহীত

ঢাকা: ভারতের ইডেন গার্ডেনসে ফিরছেন ব্রাজিল ফুটবলের জীবন্ত কিংবদন্তি পেলে। ‘কালো মানিক’ খ্যাত এ ফুটবল গ্রেট ৩৮ বছর পর কলকাতায় ফিরছেন।

১৯৭৭ সালে শেষবার ইডেন গার্ডেনসে খেলেছিলেন।

আমেরিকান নিউইয়র্ক কসমোসের হয়ে কলকাতার স্থানীয় দল মোহনবাগানের বিপক্ষে খেলে গিয়েছিলেন পেলে। সে ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছিল।

পেলের আবারো এই বিশেষ সফরের নাম দেওয়া হয়েছে ‘লিজেন্ডস ট্যুর অব ইন্ডিয়া’।

ক্রিকেট এসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) এর কোষাধ্যক্ষ বিশ্বরূপ দে জানান, জগমোহন ডালমিয়া যখন বেঁচে ছিলেন, তখন আমরা পেলেকে কলকাতায় আনার বিষয় নিয়ে পরিকল্পনা করেছিলাম। ডালমিয়া স্যার না থাকলেও আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টার মধ্য দিয়ে তার পরিকল্পনা গুলোর বাস্তবায়ন করব। তার পরিকল্পনার অংশ হিসেবে পেলেকে নেতাজি ইনডোর স্টেডিয়ামে আনা হচ্ছে।

৭৪ পেরিয়ে আগামী ২৩ অক্টোবর পেলে ৭৫ বছয়ে পা রাখবেন। তার কলকাতায় আসার সম্ভাবনা রয়েছে ১১ থেকে ১৩ অক্টোবর। তার জন্মদিন উপলক্ষে পেলে কলকাতায় পা রাখলে ৭৫ পাউণ্ডের কেক কাটা হবে বলে জানা যায়।

সেখানে ভারতের সাবেক তারকা ফুটবলাররা ছাড়াও উপস্থিত থাকবেন টিম ইন্ডিয়ার সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। এছাড়া থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, ২৯ সেপ্টেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।