ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

জয়ের ধারায় পিএসজি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩১ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৫
জয়ের ধারায় পিএসজি

ঢাকা: চ্যাম্পিয়নস লিগে টানা দুই ম্যাচেই প্রত্যাশিত জয় পেল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। গ্রুপ ‘এ’র ম্যাচে শাখতার দোনেস্ককে ৩-০ গোলে হারিয়েছে ফরাসি চ্যাম্পিয়নরা।

এর আগে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সুইডিশ ক্লাব মালমোর বিপক্ষে ২-০ গোলের জয় দিয়ে চ্যাম্পিয়নস লিগ মিশন শুরু করে পিএসজি।

এলভিভ অ্যারেনায় খেলা শুরুর সাত মিনিটে দুই ডিফেন্ডারের নৈপুণ্যে লিড নেয় পিএসজি। ব্রাজিলিয়ান ম্যাক্সওয়েলের ক্রস থেকে হেডে বল জালে জড়ান তরুণ ফ্রেঞ্চ খেলোয়াড় সার্জি অরিয়ার। ২৩ মিনিটে অরিয়ারের অ্যাসিস্টে ব্যবধান দ্বিগুন করেন ব্রাজিলিয়ান তারকা ডেভিড লুইজ। দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় লঁরা ব্লাঁর শিষ্যরা।

ম্যাচে ফিরতে দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি বাড়ায় স্বাগতিকরা। তবে গোল করার বেশ কয়েকটি প্রচেষ্টা চালিয়েও ব্যর্থ হয় শাখতার। উল্টো ইনজুরি সময়ে মিডফিল্ডার দারিজো সেরনার আত্মঘাতী গোলে তাদের বড় পরাজয় নিশ্চিত হয়। অন্যদিকে প্রত্যাশিত জয় নিয়ে মাঠ ছাড়েন ভেরাত্তি-মাতুইদিরা।

বুধবার (২১ অক্টোবর) হাইভোল্টেজ ম্যাচে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে পিএসজি। শুধু তাই নয়, এর মধ্য দিয়ে পুরোনো সতীর্থদের বিপক্ষে মাঠে নামবেন অ্যাঙ্গেল ডি মারিয়া। বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ১টায় ম্যাচটি শুরু হবে।

বাংলাদেশ সময়: ০৯৩১ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।