ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

কারনেইরো ইস্যুতে মুক্ত মরিনহো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৫
কারনেইরো ইস্যুতে মুক্ত মরিনহো ছবি: সংগৃহীত

ঢাকা: টিম ডাক্তারের সঙ্গে অসদাচরণের দায়ে অভিযুক্ত হলেও হোসে মরিনহোকে শাস্তির সম্মুখীন হতে হচ্ছে না। বুধবার (৩০ সেপ্টেম্বর) ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে।



ঘটনার সূত্রপাত গত ০৮ আগস্ট। ইংলিশ লিগে মৌসুমের প্রথম ম্যাচেই সোয়ানসি সিটির বিপক্ষে ২-২ গোলে ড্র করে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেলসি। ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে খেলা চলাকালীন সময়েই টিম ডাক্তার ইভা কারনেইরোর সঙ্গে খারাপ আচরণ করেন মরিনহো। সাইড লাইনে চোট আক্রান্ত এডেন হ্যাজার্ডের ট্রিটমেন্টে বিলম্ব হওয়াতেই ক্ষুব্ধ হন চেলসি কোচ। প্রত্যক্ষদর্শী এক সমর্থক এমন দাবিই করেছিলেন।

কিন্তু উক্ত ঘটনার ভিডিও ক্লিপটি পর্যালোচনা শেষে পর্তুগিজ কোচকে কোনো প্রকার শাস্তি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইএফএ। তবে, ভবিষ্যতে এ ধরণের কর্মকান্ডের জন্য মরিনহোকে কঠিন শাস্তির আওতায় আনা হতে পারে।

মরিনহোর শাস্তি না হওয়াটা মানতেই পারছেন না ইভা কারনেইরো। তাই আইনানুগ ব্যবস্থা নেওয়ারও চিন্তাভাবনা করছেন ৪২ বছর বয়সী এ মেডিসিন বিশেষজ্ঞ। উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর তিনি চেলসির প্রধান টিম ডাক্তারের পদ হারান।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।