ঢাকা: লিওনেল মেসির বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ বেশ পুরোনো। যদিও এ বিষয়টি পুরোটাই দেখভাল করছেন মেসির বাবা জর্জ হোর্হে মেসি।
কাতালোনিয়ার উচ্চ আদালত বার্সেলোনার আর্জেন্টাইন তারকার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ আনেন। বলা হয়, মাশ্চেরানো ১.৫ মিলিয়ন ট্যাক্স পরিশোধ করেননি। আদালতে আগামী ২৯ অক্টোবর এ বিষয়ের ওপর শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মাশ্চেরানো ২০১১ ও ২০১২ সালে ইমেজ স্বত্ত্ব বাবদ অর্জিত অর্থের ট্যাক্স পরিশোধ করেননি বলে উল্লেখ করা হয়।
অন্য একটি সূত্রের বরাত দিয়ে জানা যায়, গত বছরই ১.৫ মিলিয়ন কর পরিশোধ করেন মাশ্চেরানো। সঙ্গে মুনাফা হিসেবে তাকে দুই লাখ ইউরো দিতে হয়েছে। তদন্তে এটি প্রমাণিত হলে উক্ত অভিযোগ থেকে রেহাই পাবেন ৩১ বছর বয়সী এ ডিফেন্সিভ মিডফিল্ডার। অন্যথায় তাকে অপরাধী সাব্যস্ত করা হবে।
এদিকে, মাশ্চেরানোর বিরুদ্ধে ট্যাক্স কর্তৃপক্ষের কাছে স্পন্সর প্রতিষ্ঠান নাইকি থেকে আয়ের সঠিক পরিমান গোপন রাখার অভিযোগও উঠেছে।
বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৫
আরএম