ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

রানার্সআপের লক্ষ্যে খেলবে বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৫
রানার্সআপের লক্ষ্যে খেলবে বাংলাদেশ ছবি : শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: এশিয়া অঞ্চলের চার জাতির ফুটবল দলের অংশগ্রহণে শুক্রবার (০২ অক্টোবর) থেকে মাঠে গড়াচ্ছে এএফসি অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ ২০১৬’র বাছাই পর্বের খেলা।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বিকেল তিনটায় শক্তিশালী উজবেকিস্তানের মুখোমুখি হবে ভুটান।

পরের ম্যাচে, সন্ধ্যা ছ’টায় স্বাগতিক বাংলাদেশকে মোকাবেলা করবে শ্রীলঙ্কা। দুটো ম্যাচই হবে বঙ্গবন্ধু স্টেডিয়ামে।

প্রথম মাচে উজবেকদের প্রতিপক্ষ ভুটান। আর ভুটানকে মোকাবেলা করতে এরই মধ্যে বেশ ভালো প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন, কোচ আব্দুরাইমভ জাসুর। বৃহস্পতিবার (০১ অক্টোবর) বিকেলে বাফুফেতে ম্যাচ পূর্ববর্তী আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এই কোচ জানান,  টুর্নামেন্টে খেলতে আসা বাকি তিনটি দলের কোনটিই শক্তির দিক দিয়ে কম নয়। প্রতিটি দলেরই জয় তুলে নেয়ার সামর্থ্য আছে। তাই এমন শক্ত প্রতিপক্ষদের বিপক্ষে খেলতে তার দল বেশ আটশাট বেধেই মাঠে নামবে।

এদিকে, দলটির অধিনায়ক কবিলভ ইসলোমজন জানালেন; টুর্নামেন্টে তাদের লক্ষ্য একটিই, আর তা হলো, ভাল খেলে দলকে চূড়ান্ত পর্বে নিয়ে যাওয়া।

প্রতিপক্ষ ভুটানের কোচ চোকে নিমা’ও কথা বললেন বেশ উঁচু গলায়। গুরুত্বপূর্ণ এই ম্যাচটিকে সামনে রেখে সেরা স্কোয়াডের দারুণ সমন্বয়ে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছে তার শিষ্যরা।

ম্যাচকে সামনে রেখে কোচ আশা করছেন, শিষ্যরা যদি তাদের সেরা খেলাটি দিতে পারে তাহলে জয় পাওয়া কঠিন হলেও অসম্ভব হবেনা।

দিনের অন্য ম্যাচে, স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। নিজেদের প্রথম ম্যাচেই শিষ্যরা দারুণ কিছু কোচকে উপহার দিতে পারবে বলে আশা করছেন, স্বাগতিক কোচ সাইফুল বারি টিটু। তবে, আপাতত তার প্রধান লক্ষ্য থাকছে মূল পর্বে দলকে নিয়ে যাওয়া।

আর স্বাগতিক অধিনায়ক মাশুক মিয়া জনি জানালেন, রানার্সআপ হতে পারলেই খুশি হবেন তিনি। সেক্ষেত্রে তার দল অবশ্যই ২টি ম্যাচ জিতবে বলেও আশাবাদ ব্যক্ত করেন এই স্বাগতিক অধিনায়ক।

এদিকে অনূর্ধ্ব-১৯ বাছাই পর্বের এ ম্যাচকে সামনে রেখে দলে সজীব, নিপুন ও সাদের মতো নতুন তিন মুখ ভিড়িয়েছেন কোচ টিটু। পারফরমেন্সের কারণে বাদ পড়েছেন সালাউদ্দিন ও শীতল। আর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ায় খেলতে পারছেন না সুমন।

অন্যদিকে, স্বাগতিকদের প্রতিপক্ষ শ্রীলঙ্কার চিত্র এখানে একটু ভিন্ন। দলের বেশিরভাগ খেলোয়াড়রাই স্কুল পড়ুয়া। প্রায় দুই থেকে তিন’শ স্কুল ছাত্রদের ভেতর থেকে বিভিন্ন মেয়াদে ট্রায়ালের মাধ্যমে কোচ সুমিথ ওয়ালপোলাকে বেছে নিতে হয়েছে সেরা স্কোয়াড। আর এই সেরাদের নিয়ে প্রথম ম্যাচেই স্বাগতিক বধের ছক এঁকেছেন লঙ্কান কোচ।

কোচের তৈরি অসাধারণ এই স্কোয়াড নিয়ে টুর্নামেন্টের শুরুটা জয় দিয়েই করতে চাইছেন লঙ্কান অধিনায়ক, ধানুস্কা মাদুশাঙ্কা।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ০১ অক্টোবর ২০১৫
এইচএল/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।