ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

বার্সার ফুটবলার এবার বাংলাদেশের কোচ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৫
বার্সার ফুটবলার এবার বাংলাদেশের কোচ ছবি: শোয়েব মিথুন- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ফুটবল ডেভেলপমেন্টের জন্য কোচ নিয়োগ দিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। গঞ্জালো সানচেজ মরেনো নামের স্প্যানিশ কোচকে আগামী ছয় মাসের জন্য নিয়োগের কথা জানালেন, বাফুফে প্রেসিডেন্ট কাজী মোহাম্মদ সালাউদ্দিন।



শুক্রবার (০২ অক্টোবর) বিকেলে কোচ নিয়োগের বিষয়টি চূড়ান্ত করে বাফুফে। আগামী  সোমবার (৫ অক্টোবর), বাংলাদেশ ফুটবল ফেডারেশন সানচেজের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সই করবে বলেও সাংবাদিকদের জানান বাফুফে সভাপতি।

৮ বছর বয়স থেকেই ন্যু ক্যাম্পের বারান্দায় পায়চারি করা সানচেজ মরেনো পেশাগত জীবনে খেলেছেন স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনায়। ঐতিহ্যবাহী এই ক্লাবটির রাইটব্যাক পজিশনে তিনি খেলেছেন। তবে, খেলোয়াড়ি জীবন খুব বেশিদিন স্থায়ী হয়নি। ফলে যোগ দেন কোচিংয়ে।    

বার্সার ইয়ুথ একাডেমি থেকে আসা এই স্প্যানিশ কোচ সবশেষ দেশটির ক্লাব মাদাগাসকারের কোচের দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশ ফুটবল ডেভেলপমেন্টের দায়িত্ব পাওয়া এ কোচের কর্ম পরিকল্পনা সম্পর্কে কাজী সালাউদ্দিন জানান, আগামী আড়াই থেকে তিন মাস বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ও ১৬ ফুটবলের সঙ্গে ৭০টি ট্রেনিং ওয়ার্কশপ করবেন। এরপর, বাফুফের পরামর্শ অনুযায়ী বাংলাদেশের যুবাদের নিয়ে বাকি কর্ম পরিকল্পনা সাজাবেন তিনি।

সানচেজের কাজ হবে, অনূর্ধ্ব-১৯ ও ১৬ ফুটবলারদের ভেতর থেকে জাতীয় দলের জন্য খেলোয়াড় তৈরি করা, এমনটি জানান কাজী সালাহউদ্দিন।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ০২ অক্টোবর ২০১৫
এইচএল/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।