ঢাকা: ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব থেকে ছিটকে পড়েছেন নেদারল্যান্ডসের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পাওয়া আরিয়েন রোবেন। ডাচদের কোচ ড্যানি ব্লাইন্ডের ৩১ সদস্যের প্রাথমিক তালিকায় থাকলেও চূড়ান্ত তালিকায় জায়গা হয়নি রোবেনের।
বায়ার্ন মিউনিখের তারকা স্ট্রাইকার রোবেন গত আগস্ট থেকে ইনজুরির সঙ্গে লড়ে যাচ্ছেন। তার সেরে উঠার অপেক্ষায় থাকলেও অবশেষে ব্লাইন্ড রোবেনকে ছাড়াই দল ঘোষণা করেছেন। বায়ার্ন তারকার জায়গায় দলে সুযোগ পেয়েছেন ডাচদের উঠতি তারকা আনোয়ার আল ঘাজি।
ডাচ ফুটবল ফেডারেশন এক বিবৃতির মাধ্যমে জানায়, ৩১ বছর বয়সী রোবেনের জন্য দল অপেক্ষা করেছিল। কিন্তু, নিজেকে পুরোপুরি ফিট প্রমাণিত করতে পারেননি তিনি। ফলে, রোবেনের জায়গায় দলে আসছেন ২০ বছর বয়সী আনোয়ার। আয়াক্সের হয়ে চলতি মৌসুমে দারুণ পারফর্ম করে চলেছেন আনোয়ার।
ইউরো ২০১৬’র বাছাইয়ে ব্লাইন্ডের অধীনে গত ৩ সেপ্টেম্বর ঘরের মাঠে আইসল্যান্ডের বিপক্ষে আর ৬ সেপ্টেম্বর অ্যাওয়ে ম্যাচে তুর্কিদের বিপক্ষে খেলে ডাচরা। সর্বশেষ ম্যাচে তুর্কিদের বিপক্ষে ৩-০ গোলে হেরে বসে ব্লাইন্ড শিষ্যরা। ফলে, গ্রুপ ‘এ’তে থেকে মূলপর্বের জন্য ফ্রান্সের টিকিট নিশ্চিত করতে পরের দুই ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে।
১০ অক্টোবর কাজাখস্তানের বিপক্ষে মাঠে নামবে ডাচরা। ১৩ অক্টোবর চেক রিপাবলিকের মুখোমুখি হবে ব্লাইন্ড শিষ্যরা। আর দুটি ম্যাচেই থাকছেন না রোবেন।
রোবেন না থাকলেও দলে ডাক পেয়েছেন রবিন ফন পার্সি, গ্যালাতাসারের ওয়েসলি স্নেইডার, ম্যানইউয়ের ড্যালি ব্লাইন্ড, মেম্ফিস ডিপাই, শালকের হান্টেলারের মতো তারকা ফুটবলাররা।
বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, ০৩ অক্টোবর ২০১৫
এমআর