ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৫
ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুনন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) সকালে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড়মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক সাদেক কুরাইশী।



উদ্বোধনী খেলায় রানীশংকৈল উপজেলার পূর্ব গোলদানী সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলে ঠাকুরগাঁও সদর উপজেলার দক্ষিণ আসান নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।
 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার (এসপি) ফারহাত আহমেদ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু হারেচ, প্রেসক্লাব সভাপতি আবু তোরাব মানিক প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি কমল কুমার রায় প্রমুখ।

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টে জেলা পাঁচ উপজেলার ১০টি দল অংশ নিয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৫
এএটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।