ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ম্যানসিটি ৬, আগুয়েরো ৫, নিউক্যাসল ১

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৮ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৫
ম্যানসিটি ৬, আগুয়েরো ৫, নিউক্যাসল ১ ছবি: সংগৃহীত

ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে আর্জেন্টাইন সুপারস্টার সার্জিও আগুয়েরোর দারুণ ঝলকে বড় জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। নিউক্যাসলের বিপক্ষে ৬-১ গোলের জয় তুলে নিতে আগুয়েরো একাই করেন ৫ গোল।



ম্যাচের ১৮ মিনিটে প্রথম লিড নেয় নিউক্যাসল। স্বাগতিক হিসেবে খেলতে নামা ম্যানসিটি ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের ৪২ মিনিট পর্যন্ত পিছিয়ে ছিল। অতিথি হিসেবে খেলতে নামা নিউক্যাসলের হয়ে গোলটি করেন মিতোরভিচ।

দলকে সমতায় ফেরান আগুয়েরো। আর্জেন্টাইন তারকা ম্যাচের ৪২ মিনিটে প্রথম গোলটি করেন। ফার্নান্দিনহোর অ্যাসিস্ট থেকে সমতাসূচক গোলটি করেন তিনি। ১-১ গোলে সমতায় থেকে বিরতিতে যায় দুই দল।

বিরতির পর ম্যাচের ৪৯তম মিনিটে নিজের ও দলের দ্বিতীয় গোলটি করেন আগুয়েরো। ডেভিড সিলভার সহায়তা নিয়ে দ্বিতীয় গোল পূর্ণ করেন তিনি। ৫০ মিনিটের মাথায় তৃতীয় গোলটি করেন আর্জেন্টাইন তারকা। ডি ব্রুইনের অ্যাসিস্ট থেকে হ্যাটট্রিক পূর্ণ করেন আগুয়েরো।

খেলার ৫৩ মিনিটে দলের চতুর্থ গোলটি করেন ডি ব্রুইন।

ম্যাচের ৬০ মিনিটে নিজের চতুর্থ আর দলের পঞ্চম গোলটি আসে আগুয়েরোর থেকে। ডেভিড সিলভার অ্যাসিস্ট থেকে এ গোলটিও করেন তিনি। দুই মিনিট পরেই নিজের পঞ্চম আর দলের ষষ্ঠ গোলের আনন্দে ভাসেন আগুয়েরো। এবারো অ্যাসিস্ট করেন ডি ব্রুইন। ম্যাচের ৬৬ মিনিটে আর্জেন্টাইন তারকাকে তুলে নেন ম্যানুয়েল পেল্লেগ্রিনি।

আগুয়েরো মাঠ ছেড়ে গেলে আর কোনো গোলের দেখা পায়নি ম্যানসিটি। নির্ধারিত সময় শেষে ৬-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে প্রিমিয়ার লিগের জায়ান্টরা।

বাংলাদেশ সময়: ২২৫৮ ঘণ্টা, ০৩ অক্টোবর ২০১৫
এমআর

** ২০ মিনিটে ৫ গোল দিলেন আগুয়েরো

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।