ঢাকা: হোসে মরিনহোর সময়টা মোটেই ভালো যাচ্ছে না। তার অধীনে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেলসির পারফরম্যান্স যে খুবই হতাশাজনক।
এতেই নিজের ক্ষোভ ঝাড়েন মরিনহো। চেলসিকে রীতিমত হুশিয়ার করে বলেন, তাকে চাকরিচ্যুত করা হলে তা হবে বিরাট ভুল। এমনকি নিজেকে চেলসির ক্লাব ইতিহাসের সেরা কোচ হিসেবে অভিহিত করেন ‘স্পেশাল ওয়ান’ খ্যাত পর্তুগিজ কোচ।
অবিশ্বাস্য হলেও সত্যি, লিগ টেবিলে আট ম্যাচ শেষে মাত্র আট পয়েন্টে চেলসির বর্তমান অবস্থান ১৬তম। চোখ কপালে ওঠার মতোই অবস্থা। গত মৌসুমেই অনেকটা অপ্রতিরোধ্য ছিল ব্লুজরা। ২০১৪-১৫ মৌসুমে মাত্র তিনটি লিগ ম্যাচ হারে মরিনহোর শিষ্যরা। আট পয়েন্টের ব্যবধানে শিরোপা উল্লাসে মাতেন হ্যাজার্ড-ফ্যাব্রিগাসরা। অথচ নতুন মৌসুমের শুরুতেই তাদের এমন ছন্দপতন!
অবশ্য, চাকরিচ্যুত হওয়ার শঙ্কায় ভীত নন মরিনহো। এমনকি তার পদত্যাগেরও কোনো ইচ্ছা নেই, ‘কোচের পদ থেকে সরে দাঁড়ানোর প্রশ্নই উঠে না। চেলসি আমার চেয়ে ভালো কোচ এখন পর্যন্ত পাইনি। ’ এক প্রেস কনফারেন্সে এসব কথাই বলেন পর্তুগিজ কোচ।
মরিনহো উল্লেখ্য করেন, ‘বিশ্বে আমার সমমানের অনেক কোচ রয়েছেন। কিন্তু, কেউই আমার চেয়ে ভালো নয়। তাই কোচের পদ ছাড়ার তো কোনো কারণই দেখছি না। তাছাড়া দীর্ঘদিন থেকেই চেলসি আমার পছন্দের ক্লাব। নিজের অবস্থান নিয়ে আমি মোটেও উদ্বিগ্ন নই।
তবে ক্লাব চাইলে কোচের পদ ছাড়তে আপত্তি নেই মরিনহোর, ‘গতবার চ্যাম্পিয়ন হওয়ার পরই বলেছিলাম, ক্লাবের মালিক বা বোর্ড চাইলেই কেবল আমি কোচের পদ ছাড়ব। এমনটি না হলে নিজে থেকে সরে দাঁড়ানোর কোনো সম্ভাবনা নেই। ’
বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৫
আরএম