ঢাকা: মারকারিস তাইওয়ান মাস্টার্সে পাঁচ জনের সঙ্গে যৌথভাবে সপ্তম হয়ে আসর শেষ করলেন বাংলাদেশের সেরা গলফার সিদ্দিকুর রহমান।
সাড়ে ছয় লাখ ডলার প্রাইজমানির এ টুর্নামেন্টটি রোববার (০৪ অক্টোবর) শেষ হয়েছে।
এশিয়ান ট্যুরের দুটি শিরোপা জেতা গলফার সিদ্দিকুর সপ্তম হলেও এ আসরে সেরা হয়েছেন মালয়েশিয়ার ড্যানি চাই।
মারকারিস তাইওয়ান মাস্টার্সে চতুর্থ ও শেষ রাউন্ডে পারের চেয়ে এক শট বেশি খেলেন সিদ্দিকুর। তবে, সব মিলিয়ে পারের চেয়ে তিন শট বেশি খেলেন। যৌথভাবে সপ্তম হতে চতুর্থ রাউন্ডে দুটি বার্ডি (পারের চেয়ে এক শট কম) করলেও তিনটি বোগি (পারের চেয়ে এক শট বেশি) করেন।
বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, ০৪ অক্টোবর ২০১৫
এমআর