ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগে হাইভোল্টেজ ম্যাচে ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে সহজ জয় তুলে নিয়েছে আর্সেনাল। ম্যানচেস্টার ইউনাইটেডকে গানাররা হারিয়েছে ৩-০ গোলের ব্যবধানে।
আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা ম্যাচের প্রথমার্ধেই তিনটি গোল আদায় করে নেয়। প্রথমার্ধের ১৯ মিনিটেই তিন তিনটি গোল করে একরকম ম্যাচ থেকে ছিটকে দেয় লুইস ফন গালের রেড ডেভিলসদের। দলের হয়ে জোড়া গোল করেন চিলির সেরা তারকা অ্যালেক্সিজ সানচেজ। বাকি গোলটি করেন বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির মেসুত ওজিল।
ম্যাচের ষষ্ঠ মিনিটেই লিড নেয় আর্সেনাল। মেসুত ওজিলের অ্যাসিস্ট থেকে দলকে এগিয়ে নেন কোপা চ্যাম্পিয়নদের তারকা স্ট্রাইকার সানচেজ। পরের মিনিটেই ব্যবধান দ্বিগুন করেন ওজিল। থিও ওয়ালকটের সহায়তায় দলের দ্বিতীয় গোলটি করেন ওজিল।
২-০ গোলে এগিয়ে থাকা গানারদের ১১ মিনিটের মাথায় তৃতীয় গোলের সম্ভাবনা জাগিয়ে তুলেছিলেন সানচেজ। তবে, ম্যানইউ ডিফেন্ডারদের দৃঢ়তায় এ যাত্র্রায় গোলবঞ্চিত হন সানচেজ।
১৯ মিনিটের মাথায় ঠিকই গোল আদায় করেন সানচেজ। থিও ওয়ালকটের অ্যাসিস্ট থেকে দলের তৃতীয় আর নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি।
খেলার ৩৩তম মিনিটে ৪-০তে এগিয়ে যেতে পারত আর্সেনাল। তবে, সানচেজ-ওয়ালকট-ওজিলদের দারুণ প্রচেষ্টা থেকে বল পেলেও গোল করতে ব্যর্থ হন রামসে। প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।
বিরতির পর ব্যবধান কমাতে পারেনি ম্যানইউ। ফলে, নির্ধারিত সময় শেষে পরাজয় নিয়ে ফিরতে হয় অতিথিদের।
আর্সেনালের হয়ে এ ম্যাচে মাঠে নামেন পিতর চেক, মারতেসাকার, গ্যাব্রিয়েল, রামসে, কাজোরলা, সানচেজ, ওয়ালকট, ওজিল। বদলি হিসেবে মাঠে নামেন অলিভার জিরুদ, চেম্বারলাইনরা। ম্যানইউয়ের হয়ে মাঠে নামেন ডি গিয়া, স্মলিং, ড্যানি ব্লাইন্ড, ইয়ং, ক্যারিক, শোয়াইন্সটাইগার, হুয়ান মাতা, ওয়েইন রুনি, ডিপাই আর মার্শাল। বদলি হিসেবে মাঠে নামেন ফেল্লাইনি, অ্যান্থনি উইলসনরা।
সর্বশেষ ১৩ ম্যাচে রেড ডেভিলসের বিপক্ষে গানারদের জয় ছিল মাত্র একটি। এ ম্যাচে জয়ের পর ৮ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছে আর্সেনাল। আর গোল পার্থক্যে তিন নম্বরে নেমে গেছে ইউনাইটেড। ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ম্যানচেস্টার সিটি।
বাংলাদেশ সময়: ২৩১০ ঘণ্টা, ০৪ অক্টোবর ২০১৫
এমআর