ঢাকা: বুন্দেসলিগার হাইভোল্টেজ ম্যাচে একতরফা জয় পেল বায়ার্ন মিউনিখ। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে ৫-১ গোলে হেরে রীতিমত অসহায় আত্মসমর্পণ করে বুরুশিয়া ডর্টমুন্ড।
টানা সাত ম্যাচে অপরাজিত থাকার পর অ্যালিয়াঞ্জ অ্যারেনায় এসে হারের স্বাদ পেল বুরুশিয়া। খেলা শুরুর ২৬ মিনিটে জেরম বোয়াটেংয়ের পাসে গোল উৎসবের সূচনা করেন মুলার। এর ৯ মিনিট পরই জোড়া গোল পূরণ করেন জার্মান তারকা। এক মিনিটের মাথায় বুরুশিয়ার হয়ে একটি গোল পরিশোধ করেন গ্যাবন স্ট্রাইকার পিয়েরে এমেরিক উবামেয়াং।
দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের খাতায় নাম লেখান আগের দুই ম্যাচে সাত গোল করা লেভানডফস্কি। ৫৮ মিনিটে মারিও গোতজের অ্যাসিস্টে জোড়া গোল আদায় করে নেন ২৭ বছর বয়সী এ পোলিশ স্ট্রাইকার। তখনই ম্যাচ থেকে ছিটকে যায় বুরুশিয়া। ম্যাচে ফেরা তো দূরে থাক লেভা-মুলারদের আক্রমণ সামলাতেই হিমশিম খায় ২০১১-১২ মৌসুমের চ্যাম্পিয়নরা।
আট মিনিট পর গোতজে নিজেই একটি গোল করেন। স্প্যানিশ মিডফিল্ডার থিয়াগো আলকানতারার পাসে ১৫ গজ দূর থেকে বল জালে জড়ান জার্মান উইঙ্গার। ৫-১ গোলের লিড নেয় বায়ার্ন। ভিদাল-ডগলাস কস্তারা কয়েকটি সুযোগ হাতছাড়া না করলে ডর্টমুন্ডকে আরো বড় ব্যবধানে হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হতো।
এ জয়ে আট ম্যাচে পূর্ণ ২৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটা আরো সুসংহত করল পেপ গার্দিওলার শিষ্যরা। সমান ম্যাচে পাঁচ জয়, দুই ড্র ও এক পরাজয়ে বুরুশিয়ার সংগ্রহ ১৭ পয়েন্ট। অবস্থান দ্বিতীয়।
বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৫
আরএম