ঢাকা: রেকর্ড গড়ার হাতছানি নিয়ে প্যারিস সেইন্ট জার্মেইয়ের হয়ে মাঠে নেমেছিলেন জ্লাতান ইব্রাহিমোভিচ। সুইডিশ তারকার জোড়া গোলের সুবাদে অলিম্পিক মার্শেইকে ২-১ গোলে হারায় পিএসজি।
মার্শেইয়ের বিপক্ষে ম্যাচ শুরুর আগে সব মিলিয়ে ইব্রাহিমোভিচের গোলসংখ্যা ছিল ১০৮। দুই গোল করেই পিএসজির সাবেক পর্তুগিজ তারকা পাওলেতাকে ছাড়িয়ে যান ৩৪ বছর বয়সী এ স্ট্রাইকার। অবশ্য, দু’টি গোলই আসে পেনাল্টি থেকে।
প্যারিসে খেলা শুরুর ৩০ মিনিটে বেলজিয়ান স্ট্রাইকার মিছি বাতসুয়াইয়ের গোলে লিড নেয় মার্শেই। সমতায় ফিরতে খুব একটা সময় নেয়নি স্বাগতিকরা। ৪১ মিনিটে পেনাল্টি থেকে গোল পরিশোধ করেন ইব্রাহিমোভিচ। তিন মিনিটের মাথায় আবারো পেনাল্টি পায় পিএসজি। স্পট কিক থেকে ইব্রা রেকর্ড ভাঙা গোলটি করেন।
অন্যদিকে, দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে সমতায় ফেরার সহজ সুযোগ হাতছাড়া করে মার্শেই। পেনাল্টি পেয়েও তা মিস করেন ফ্রেঞ্চ মিডফিল্ডার আব্দেল বারাদা। নির্ধারিত সময়ের আগে কেউই আর গোলের দেখা পায়নি। তাই প্রত্যাশিত জয় নিয়ে মাঠ ছাড়ে লঁরা ব্লাঁর শিষ্যরা।
এখন পর্যন্ত ৯ ম্যাচ শেষে সবকটিতেই অপরাজিত পিএসজি। সাত জয় ও দুই ড্রয়ে ২৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। সমান ম্যাচে মাত্র আট পয়েন্টে ১৬ নম্বরে মার্শেই।
বাংলাদেশ সময়: ১০৩২ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
আরএম