কলকাতা: বিশ্ব ফুটবলের কিংবদন্তি পেলে এখন কলকাতায়। তাই মিডিয়াসহ শহরটির ফুটবল ভক্তরা এখন পেলে জ্বরে আক্রান্ত।
কলকাতায় একটি অনুষ্ঠানে মুখোমুখি হচ্ছেন সৌরভ ও পেলে। ম্যারাডোনার একনিষ্ঠ ভক্ত সৌরভ আর্জেন্টিনার সমর্থক। বিভিন্ন সময় বিভিন্ন সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ম্যারাডোনার খেলা তিনি যে শুধু পছন্দ করেন তাই নয়, ফুটবলের এ মহাতারকার দ্বারা তিনি ভীষণভাবে উদ্বুদ্ধ-অনুপ্রাণিত।
৩৮ বছর আগে পেলে যখন কলকাতায় এসেছিল, সৌরভ তখন ৪ বছরের শিশু। ছোটবেলা থেকে ম্যারাডোনার খেলা দেখেই বড় হয়েছেন সৌরভ। তিনি মনেপ্রাণে বিশ্বাস করেন, বিশ্বের সেরা ফুটবলারের নাম ম্যারাডোনা। এদিকে এই বয়সেও পেলের সুস্থ থাকার রহস্য অবাক করে সৌরভকে। যদিও সৌরভ খবর নিয়ে জেনেছেন, ফুটবল সম্রাট পেলেকে তিন মাস আগেই হাসপাতালে ভর্তি হতে হয়েছিল।
তবুও এ বয়েসে পেলের গোটা বিশ্ব ঘুরে বেড়ানোর সক্ষমতা মুগ্ধ করে ভারতের সাবেক অধিনায়ককে। দু’টি প্রশ্নের মধ্যে সৌরভ প্রথমে পেলের কাছে জানতে চাইবেন, এই বয়েসেও তিনি এতটা শারীরিক সক্ষমতা বজায় রাখেন কিভাবে?
আর দ্বিতীয় প্রশ্ন ম্যারাডোনা সম্পর্কে। তিনি পেলের মুখ থেকে শুনতে চান, কাকে বড় ফুটবলার মনে করান তিনি। নিজেকে নাকি ম্যারাডোনাকে? তবে দ্বিতীয় প্রশ্নটি করে উঠতে পারবেন কিনা, সেটি নিয়ে শেষ মুহূর্তেও দ্বিধাগ্রস্ত সৌরভ।
বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
ভিএস/আরএম