ঢাকা: ফুটবলের প্রতি দিয়েগো ম্যারাডোনার প্রচন্ড রকমের আবেগ প্রশ্নাতীত। এবার রাগবি ম্যাচেও তিনি এর প্রতিফলন ঘটালেন।
লিচেস্টারের কিং পাওয়ার স্টেডিয়ামে গ্রুপ ‘সি’র ম্যাচে টোঙ্গার বিপক্ষে ৪৫-১৬ ব্যবধানের বিশাল জয় পায় আর্জেন্টিনা। গ্যালারিতে বসেই স্বদেশীদের উৎসাহ যোগান ৮৬’র ফুটবল বিশ্বকাপের নায়ক। এক কথায় বলতে গেলে, আর্জেন্টাইন সমর্থকদের হয়ে একাই নেতৃত্ব দেন ম্যারাডোনা।
শুধু তাই নয়, ম্যাচ পরবর্তী উদযাপনেও অংশ নেন ম্যারাডোনা।
ড্রেসিং রুমে আর্জেন্টাইন খেলোয়াড়দের সঙ্গে নাচে-গানে মেতে ওঠেন তিনি। এ সময় পাশে থাকা কয়েকজন মোবাইল ফোনের ক্যামেরায় বিশেষ মুহূর্তটি ধারণ করেন।
উল্লেখ্য, পয়েন্ট টেবিলে তিন ম্যাচ শেষে দুই জয় ও এক হারে দ্বিতীয় স্থানে আর্জেন্টিনা। সমান ম্যাচে শতভাগ জয়ে শীর্ষে নিউজিল্যান্ড। আগামী ১১ অক্টোবর গ্রুপপর্বের শেষ ম্যাচে নামিবিয়ার মুখোমুখি হবে আর্জেন্টাইনরা। এ ম্যাচের জন্যও কী আগাম প্রস্তুতি নিচ্ছেন ম্যারাডোনা!
ম্যাচ চলাকালীন ম্যারাডোনার উচ্ছ্বাস:
ম্যাচ পরবর্তী বাধভাঙা উদযাপনে ম্যারাডোনা:
বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
আরএম