ঢাকা: ইনজুরির কারণে একের পর এক দুঃসংবাদ শুনতে হচ্ছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলকে। সর্বশেষ এই তালিকায় যোগ দিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার মার্কোস রোহো।
চলতি মাসে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের বাছাই পর্বে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। কিন্তু সেপ্টেম্বরে বার্সেলোনার হয়ে খেলতে গিয়ে ইনজুরিতে পড়া দলের সেরা তারকা লিওনেল মেসি আট সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে যান।
আলবেসেলিস্তার নিয়মিত অধিনায়ক মেসি ছাড়া মিডফিল্ডার এভার বেনেগা ও এনজো পেরেজও ইতোমধ্যে ইনজুরির কারণে দল থেকে বাদ পড়েছেন।
রোহোর ইনজুরির ব্যাপারটি নিশ্চিত করে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন জানায়, ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে থাকছেন না রোহো। হ্যামিস্ট্রিং ইনজুরিতে পড়ায় তিনি দল থেকে ছিটকে গেছেন। ’
ইনজুরির কারণে ডিফেন্ডার সংকটে পড়া আর্জেন্টিনা লেফটব্যাকে মিল্টন সাসকো অথবা এমানুয়েল মাসকে খেলাতে পারে। অন্যদিকে জেরার্ডো মার্টিনো তার রাইটব্যাক সাজাতে পারেন পাবলো জাবালেটা বা ফাসুন্দো রঞ্চাগিলাকে দিয়ে। আক্রমণভাগে থাকবেন কার্লোস তেভেজ, গঞ্জালো হিগুয়েন আর সার্জিও আগুয়েরোর মতো তারকারা।
বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, ০৬ অক্টোবর, ২০১৫
এমএমএস