ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

লিভারপুলের কোচ হচ্ছেন ক্লপ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৬ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৫
লিভারপুলের কোচ হচ্ছেন ক্লপ ছবি: সংগৃহীত

ঢাকা: লিভারপুলের সম্ভাব্য কোচের তালিকায় ঘুরেফিরে দু’জনের নাম আসছে। ইয়ুর্গেন ক্লপ ও কার্লো আনচেলত্তি।

তবে সাবেক বুরুশিয়া ডর্টমুন্ড কোচ ক্লপের সম্ভাবনাই বেশি। শুক্রবার (০৯ অক্টোবর) জার্মান কোচের সঙ্গে তিন বছরের চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে ইংলিশ জায়ান্টরা।

গোল ডট কম এর বরাত দিয়ে এমনটিই জানা গেছে। সূত্রমতে, বৃহস্পতিবার চুক্তি সম্পন্ন করতে ব্যক্তিগত জেট বিমান যোগে লিভারপুলের উদ্দেশ্যে উড়াল দেবেন ক্লপ।

সম্প্রতি বাজে পারফরম্যান্সের জের ধরে ব্রেন্ডন রজার্সকে কোচের পদ থেকে বহিষ্কার করে লিভারপুল। এরপরই অল রেডসদের নতুন কোচের জন্য ক্লপ ও সাবেক রিয়াল মাদ্রিদ কোচ আনচেলত্তির নাম উঠে আসে।

এদিকে, শেষ পর্যন্ত লিভারপুলের কোচ হলে ক্লপের দুই বিশ্বস্ত সহকারী কোচ জেলিকো বুভাক ও পিটার ক্রাউইটজও অ্যানফিল্ডে যোগ দিতে পারেন। ক্লপের ১৪ বছরের কোচিং ক্যারিয়ার জুড়ে এ দু’জন তার সহকারী হিসেবে কাজ করে আসছেন।

খেলোয়াড়ী জীবনের পুরোটাই জার্মন ক্লাব মেইঞ্জের হয়ে কাটান ক্লপ। ২০০১ সালে তিনি শৈশবের ক্লাবের হয়েই কোচিং ক্যারিয়ারে পা দেন। এরপর ২০০৮-১৫ মৌসুম পর্যন্ত বুরুশিয়া ডর্টমুন্ডের কোচের দায়িত্বে থাকেন।

তার অধীনে দু’টি বুন্দেসলিগা, একটি জার্মান কাপ ও দু’টি জার্মান সুপার কাপের শিরোপা জেতে বুরুশিয়া। আর ২০১২-১৩ মৌসুমে নিজেদের ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেও বায়ার্ন মিউনিখের কাছে তাদের স্বপ্নভঙ্গ হয়।

বাংলাদেশ সময়: ১০২৬ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।