ঢাকা: কোনো কাজই হলো না। অবশেষে বরখাস্তই হতে হলো ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি সেপ ব্লাটারকে।
গত মাসে ব্লাটারের বিরুদ্ধে ফৌজদারী মামলা দায়ের করে সুইস অ্যাটর্নি জেনারেল অফিস। ফৌজদারী তদন্ত শুরু করার পর ফিফার এথিক্স কমিটি এ সপ্তাহে বৈঠকে বসে। বুধবার (০৭ অক্টোবর) কমিটি ব্লাটারকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয়।
ফুটবলে গত দেড় যুগ ধরে রাজত্ব চালিয়েছেন ৭৯ বছর বয়সী ব্লাটার। ১৯৯৮ সালে ফিফা সভাপতির দায়িত্ব প্রাপ্তির পর থেকেই নানা রকম দুর্নীতির অভিযোগে বারবার অভিযুক্ত হয়েছেন তিনি। তার নামে অর্থ আত্মসাৎ, ভুল ব্যবস্থাপনা ইত্যাদি নানা অভিযোগ উঠে।
সুইস কর্তৃপক্ষ ব্লাটারের নামে অভিযোগ আনে, ‘ফিফার জন্য নেতিবাচক’ এমন চুক্তি করেছেন তিনি। ব্লাটারের সঙ্গে নাম জড়িয়েছে ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মিশেল প্লাতিনি। অভিযোগে বলা হয় ব্লাটারের সঙ্গে অবৈধ উপায়ে প্লাতিনি অর্থ নিয়েছেন। ব্লাটারকে বরখাস্ত করা হলেও এথিক্স কমিটির সভায় প্লাতিনির বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
বাংলাদেশ সময়: ০০৩৩ ঘণ্টা, ০৮ অক্টোবর ২০১৫
এমআর