ঢাকা: বিশ্বকাপ-২০১৮ এর বাছাইপর্বে সৌদি আরব ও ফিলিস্তিনের মধ্যকার পূর্বনির্ধারিত ম্যাচটি স্থগিত করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। জুরিখের ফিফা সদর দপ্তরে এক বৈঠকে ম্যাচটি স্থগিত করার সিদ্ধান্ত নেন দুই দেশের ফুটবল ফেডারেশনের প্রধানরা।
দুই দেশের মধ্যকার ম্যাচটি আগামী সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ১৩ অক্টোবরের এ ম্যাচের ভেন্যু চূড়ান্ত না হওয়ায় ম্যাচটি স্থগিত করেছে ফিফা। বৈঠকে জানানো হয় ভেন্যু নির্ধারিত না হওয়া পর্যন্ত ম্যাচটি স্থগিত থাকবে।
বৈঠকে সিদ্ধান্ত নেওয়ার সময় সৌদি ফুটবল ফেডারেশনের সভাপতি আহমেদ ইদ আল হারবি এবং ফিলিস্তিন ফুটবলের প্রধান জিবরিল রজব উপস্থিত ছিলেন।
ফিফা এক বিবৃতিতে জানায়, সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ম্যাচটি স্থগিত করার। দেশ দুটি এ সিদ্ধান্তে রাজি হয়েছে।
১৩ অক্টোবর ইসরায়েল নিয়ন্ত্রিত পশ্চিম তীরে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সৌদি আরব নিরাপত্তার কথা ভেবে নিরপেক্ষ কোনো ভেন্যুতে ম্যাচটি আয়োজনের জন্য অনুরোধ করে। আয়োজক কমিটি তাদের দাবিটি মেনে নেয়। তবে, নতুন করে কোনো ভেন্যু চূড়ান্ত করতে পারায় স্থগিত করা হয় ম্যাচটি।
ম্যাচ স্থগিতের ব্যাপারে ফিফার সদর দফতরে ফিলিস্তিন ফুটবলের প্রধান জিবরিল রজব উপস্থিত থেকে সিদ্ধান্ত মেনে নিলেও পরে জানান, এটা ফিলিস্তিনিদের জন্য লজ্জার একটি ঘটনা। কারণ, দেশের মাটিতে ফুটবল ম্যাচ না গড়ানোয় আন্তর্জাতিক ভাবে হেয় করা হচ্ছে ফিলিস্তিনকে।
দুই দলের ফিরতি এ ম্যাচটি স্থগিত করা হলেও আগের ম্যাচে জয় পেয়েছিল সৌদি আরব। গত জুনে জেদ্দার মাটিতে অনুষ্ঠিত সে ম্যাচে সৌদি ৩-২ গোলে হারায় ফিলিস্তিনকে। বাছাইপর্বের ‘এ’ গ্রুপে থাকা সৌদি তাদের পরের ম্যাচে রিয়াদের স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে।
বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, ০৮ অক্টোবর ২০১৫
এমআর