ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

নিজেকে নেইমার ভাবেন না কস্তা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৫
নিজেকে নেইমার ভাবেন না কস্তা ছবি: সংগৃহীত

ঢাকা: নিষেধাজ্ঞার কারণে বিশ্বকাপ বাছাইপর্বে চিলি ও ভেনেজুয়েলার বিপক্ষে খেলতে পারবেন না নেইমার। তার অনুপস্থিতিতে ডগলাস কস্তার দিকে তাকিয়ে ব্রাজিলিয়ান সমর্থকরা।

কারণ আর কিছুই না, চিলির বিপক্ষে নেইমারের পজিশনে খেলবেন ২৫ বছর বয়সী এ উইঙ্গার।

তাছাড়া, সাম্প্রতিক পারফরম্যান্সে ব্রাজিলিয়ান অধিনায়কের পর দলের অন্যতম সেরা তারকা ভাবা হয় কস্তাকে। তবে তিনি নিজেকে নেইমারের সঙ্গে তুলনা করতে চাচ্ছেন না, ‘আমি নতুন নেইমার নই। তার সঙ্গে আমার কোনো প্রতিযোগিতা নেই। কেউই তার জায়গা নিতে পারবে না। নেইমারের অনুপস্থিতিতে কোচ আমাকে যেভাবে বলবে সেটিই ভালোভাবে করার চেষ্টা করব। ’

বায়ার্ন মিউনিখ তারকা উল্লেখ করেন, ‘বিশ্বের যেকোনো টিমই নেইমারের মতো খেলোয়াড়কে মিস করবে। তবে আমাদের তা কাটিয়ে উঠতে হবে। বিশ্বকাপ বাছাইপর্বের দুই ম্যাচে তাকে ছাড়াই সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার বিকল্প নেই। ’

শুক্রবার (০৯ অক্টোবর) কোপা আমেরিকা চ্যাম্পিয়ন চিলির মুখোমুখি হবে ব্রাজিল। আর ১৪ অক্টোবর ঘরের মাঠ পোর্তালেজায় ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে সেলেকাওরা। বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টা ও সকাল ৭টায় ম্যাচ দু’টি শুরু হবে। কালকের ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে ‘সনি সিক্স’ চ্যানেল।

উল্লেখ্য, এ দুই ম্যাচ শেষেই নেইমারের কোপা আমেরিকায় পাওয়া চারটি প্রতিযোগিতামূলক ম্যাচে নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।