ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

লেভানডফস্কির নৈপুণ্যে হার এড়াল পোল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৫
লেভানডফস্কির নৈপুণ্যে হার এড়াল পোল্যান্ড ছবি: সংগৃহীত

ঢাকা: ইউরো বাছাইয়ে স্কটল্যান্ডের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে পোল্যান্ড। শেষ মুহূর্তে বায়ার্ন মিউনিখ তারকা রবার্ট লেভানডফস্কির নৈপুন্যে হার এড়ায় পোলিশরা।

এদিকে, আয়ারল্যান্ডের বিপক্ষে জার্মানি হেরে যাওয়ায় গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়ে স্কটিশরা।

গ্লাসগোর হ্যাম্পডেন পার্কে খেলা শুরুর তিন মিনিটেই লেভানডফস্কির গোলে লিড নেয় পোল্যান্ড। প্রথমার্ধের শেষ মিনিটে স্বাগতিকদের হয়ে গোল পরিশোধ করেন মিডফিল্ডার ম্যাট রিচি। ১-১ সমতায় প্রথমার্ধ শেষ হয়।

দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটে স্কটিশদের লিড এনে দেন স্ট্রাইকার স্টিভেন ফ্লেচার। পুরো গ্যালারি যখন জয়ের উল্লাসে মাতার অপেক্ষায় তখনই স্বাগতিকদের স্তব্ধ করেন লেভানডফস্কি। রেফারি শেষ বাঁশি বাজানোর আগে অন্তিম মুহূর্তে পোলিশদের হার এড়ানো গোল উপহার দেন ২৭ বছর বয়সী এ স্ট্রাইকার।

গ্রুপ ‘ডি’তে দ্বিতীয় স্থানে থাকলেও এখনো চূড়ান্ত পর্ব নিশ্চিত হয়নি পোল্যান্ডের। ৯ ম্যাচ শেষে পাঁচ জয়, তিন ড্র ও এক পরাজয়ে তাদের সংগ্রহ ১৮ পয়েন্ট। গোল ব্যবধানে পিছিয়ে থাকায় সমান পয়েন্টে তৃতীয় স্থানে আয়ারল্যান্ড। ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে জার্মানি।

রোববারের (১১ অক্টোবর) ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ড্র করলেই চূড়ান্ত পর্ব নিশ্চিত হবে পোল্যান্ডের। খেলা শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ১টায়। একই সময়ে জর্জিয়ার মুখোমুখি হবে জার্মানরা।

বাংলাদেশ সময়: ১১৪১ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।