ঢাকা: তিন বছরের চুক্তিতে লিভারপুলের কোচ হয়েছেন ইয়ুর্গেন ক্লপ। বেশ কিছুদিন ধরেই তার অ্যানফিল্ডে যোগ দেওয়ার গুঞ্জন চলছিল।
পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী বৃহস্পতিবার ব্যক্তিগত জেট বিমানে চড়ে লিভারপুলের উদ্দেশ্যে উড়াল দেন ক্লপ। চুক্তির আনুষাঙ্গিক কাজ সম্পন্ন করতেই তিনি ইংল্যান্ডে পাড়ি জমান।
চুক্তিবাবদ প্রতি বছর পাঁচ মিলিয়ন পাউন্ড পাবেন ক্লপ। বোনাসসহ অঙ্কটা সাত মিলিয়নে ঠেকবে।
সম্প্রতি বাজে পারফরম্যান্সের জের ধরে ব্রেন্ডন রজার্সকে কোচের পদ থেকে বহিষ্কার করে লিভারপুল। এরপরই অল রেডসদের নতুন কোচের জন্য ক্লপ ও সাবেক রিয়াল মাদ্রিদ কোচ আনচেলত্তির নাম উঠে আসে। কিন্তু শেষ পর্যন্ত সাবেক বুরুশিয়া ডর্টমুন্ড কোচকেই বেছে নেয় অল রেডসরা।
ক্লপের দুই বিশ্বস্ত সহকারী কোচ জেলিকো বুভাক ও পিটার ক্রাউইটজও অ্যানফিল্ডে যোগ দিতে পারেন। জার্মান কোচের ১৪ বছরের কোচিং ক্যারিয়ার জুড়ে এ দু’জন তার সহকারী হিসেবে কাজ করে আসছেন।
খেলোয়াড়ী জীবনের পুরোটাই জার্মন ক্লাব মেইঞ্জের হয়ে কাটান ক্লপ। ২০০১ সালে তিনি শৈশবের ক্লাবের হয়েই কোচিং ক্যারিয়ারে পা দেন। এরপর ২০০৮-১৫ মৌসুম পর্যন্ত বুরুশিয়া ডর্টমুন্ডের কোচের দায়িত্বে থাকেন।
তার অধীনে দু’টি বুন্দেসলিগা, একটি জার্মান কাপ ও দু’টি জার্মান সুপার কাপের শিরোপা জেতে বুরুশিয়া। আর ২০১২-১৩ মৌসুমে নিজেদের ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেও বায়ার্ন মিউনিখের কাছে তাদের স্বপ্নভঙ্গ হয়।
এবার ক্লপের অধীনে লিভারপুলের সুদিন ফিরবে কিনা সেটিই এখন দেখার বিষয়!
বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৫
আরএম