ঢাকা: দেশের অন্যতম ব্র্যান্ড ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় ও বিএএফ শাহীন কলেজের ব্যবস্থাপনায় শুরু হতে যাচ্ছে ‘ওয়ালটন ফার্স্ট ইন্টার শাহীন হকি টুর্নামেন্ট-২০১৫’। পাঁচ দিনব্যাপী এই টুর্নামেন্ট চলবে ১০ অক্টেবর থেকে ১৫ অক্টেবর পর্যন্ত।
শনিবার (১০ অক্টেবর) শুরু হবে প্রতিযোগিতা। সকাল ৯টায় বিএএফ শাহীন কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করবেন এয়ার ভাইস মার্শাল মো. আবুল বাশার, ওএসপি, এনডিসি, পিএসসি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ওয়ালটন গ্রুপের ফার্স্ট সিনিয়র অতিরিক্তি পরিচালক এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন)।
টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল প্রাইজমানি হিসেবে ২৫ হাজার টাকা পাবে। রানার্সআপ দল পাবে ১৫ হাজার টাকা। টুর্নামেন্টের সোরা খেলেয়াড় ও সোরা গেলদাতা পাবেন ৫ হাজার টাকা।
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৫
আইএ