ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

চূড়ান্ত পর্বে স্প্যানিশরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৪ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
চূড়ান্ত পর্বে স্প্যানিশরা

ঢাকা: ইউরো ২০১৬ এর চূড়ান্ত পর্বে পৌঁছাতে ‘সি’ গ্রুপের ম্যাচে লুক্সেমবার্গকে উড়িয়ে দিয়েছে দুইবারের চ্যাম্পিয়ন স্পেন। স্বাগতিক হিসেবে খেলতে নেমে ভিসেন্তে দেল বক্সের শিষ্যরা প্রতিপক্ষকে হারিয়েছে ৪-০ গোলের ব্যবধানে।



স্প্যানিশদের জয়ের ম্যাচে সান্তি কাজোরলা ও পাকো আলকাসের জোড়া গোল করেন।

স্পেনের হয়ে এ ম্যাচে মাঠে নামেন ইকার ক্যাসিয়াস, হুয়ানফ্রান, জেরার্ড পিকে, বারত্রা, জরদি আলবা, ফ্যাব্রেগাস, বাসকুয়েটস, সান্তি কাজোরলা, ডেভিড সিলভা, মোরাতা এবং পেদ্রো। এছাড়া বদলি হিসেবে মাঠে নামেন হুয়ান মাতা, পাকো আলকাসের, নোলিতো।

ম্যাচের দশম মিনিটে মাঠ ছেড়ে উঠে যান স্পেনের মিডফিল্ডার ডেভিড সিলভা। চোট পেয়ে তিনি উঠে গেলে তার বদলি হিসেবে দেল বক্স মাঠে পাঠান হুয়ান মাতাকে। এছাড়া ৩৪তম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন স্ট্রাইকার আলভারো মোরাতা। তার বদলি হিসেবে নামেন পাকো আলকাসের।

স্প্যানিশদের প্রথম গোল পেতে অপেক্ষায় থাকতে হয় ম্যাচের ৪২ মিনিট পর্যন্ত। দলকে লিড পাইয়ে দেন কাজোরলা। পেদ্রোর জোরালো শট লুক্সেমবার্গের গোলরক্ষক ফিরিয়ে দিলেও কাজোরলার ফিরতি শট ফেরাতে ব্যর্থ হন তিনি।

প্রথমার্ধে আর কোনো গোল না হলে ১-০তে এগিয়ে বিরতিতে যায় স্পেন।

বিরতির পর আরও তিনটি গোল করে স্বাগতিকরা। ৬৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মোরাতার বদলি নামা আলকাসের। ফ্যাব্রেগাসের অ্যাসিস্টে গোলটি করেন তিনি। ৮০ মিনিটের মাথায় দলের তৃতীয় আর নিজের দ্বিতীয় গোলটি করেন আলকাসের। জরদি আলবার সহায়তায় নিয়ে তিনি গোল করলে ৩-০ তে এগিয়ে যায় স্পেন।

৮৫ মিনিটে আর্সেনালের তারকা কাজোরলা নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন নোলিতোর অ্যাসিস্ট থেকে।

এ জয়ের ফলে, এক ম্যাচ হাতে রেখেই চূড়ান্ত পর্ব নিশ্চিত করে স্পেন।

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, ১০ অক্টোবর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।