ঢাকা: ফ্রান্সে অনুষ্ঠেয় ২০১৬ ইউরোর টিকিট নিশ্চিত করেছে পোল্যান্ড। গ্রুপ পর্বের শেষ ম্যাচে বায়ার্ন মিউনিখ তারকা রবার্ট লেভানডফস্কির গোলে পোলিসদের জয় নিশ্চিত হয়।
আগের ম্যাচে আয়ারল্যান্ডের কাছে ১-০ গোলে হারের লজ্জায় ডুবলেও শেষ ম্যাচে জর্জিয়াকে ২-১ গোলে হারিয়ে শীর্ষস্থান নিশ্চিত করে জার্মানরা। মূল পর্বে উঠতে হলে তিন নম্বরে থাকা আইরিশদের প্লে-অব বাধা পার হতে হবে।
নিজেদের মাঠে খেলা শুরুর ১৩ মিনিটে মিডফিল্ডার ক্রাইচোয়িকের গোলে লিড নেয় পোল্যান্ড। অবশ্য তিন মিনিট পরেই পেনাল্টি থেকে সমতায় ফেরে আয়ারল্যান্ড। দলের হয়ে গোলটি করেন স্ট্রাইকার জোনাথন ওয়াল্টার্স।
প্রথমার্ধ শেষের তিন মিনিট আগে বাছাইপর্বের এবারের আসরে নিজের ১৩তম গোল করেন লেভানডফস্কি। এরই সুবাদে তিনি ডেভিড হিলির রেকর্ডে ভাগ বসান। ২০০৮ ইউরো বাছাইয়ে নর্দার্ন আয়ারল্যান্ডের সাবেক এ স্ট্রাইকার ১৩টি গোল করে রেকর্ড গড়েছিলেন।
দ্বিতীয়ার্ধে অার ম্যাচে ফিরতে পারেনি আয়ারল্যান্ড। প্লে-অব বাধা দূর করতে এ ম্যাচে আইরিশদের জয়ের বিকল্প ছিল না। কিন্তু দিন শেষে হতাশাই তাদের সঙ্গী হয়। অন্যদিকে, ব্যবধান বাড়ানোর বেশ কয়েকটি সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হয় স্বাগতিকরা। তবে ম্যাচ শেষে চূড়ান্ত পর্ব নিশ্চিতের উচ্ছ্বাস নিয়ে মাঠ ছাড়ে লেভানডফস্কিরা।
বাংলাদেশ সময়: ১০১৬ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
আরএম