ঢাকা: বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষকদের একজন ইকার ক্যাসিয়াস। ফর্মের তুঙ্গে থাকা অবস্থায় স্পেন ও রিয়াল মাদ্রিদ কিংবদন্তি প্রতিপক্ষের স্ট্রাইকারদের কাছে ছিলেন এক দুশ্চিন্তার নাম।
ক্যারিয়ারের সিংহভাগ সময়ই রিয়ালের হয়ে কাটান ৩৪ বছর বয়সী ক্যাসিয়াস। এ মৌসুমেই দীর্ঘ ২৫ বছরের বন্ধন ছিন্ন করে পর্তুগিজ ক্লাব পোর্তোতে পাড়ি জমান। গ্যালাকটিকোদের হয়ে দীর্ঘ ক্যারিয়ারে বহুবারই তিনি মেসির মুখোমুখি হয়েছেন। বার্সা-রিয়াল মুখোমুখি হওয়া মানেই তো বাড়তি উত্তেজনা।
এল ক্লাসিকো ম্যাচে রিয়ালের হয়ে বার্সার অনেক তারকা স্ট্রাইকারের আক্রমণ সামলেছেন ক্যাসিয়াস। তবে তার দেখা সবচেয়ে বিপজ্জনক প্রতিপক্ষ খেলোয়াড়ের নাম মেসি, ‘সবসময়ই মেসি ছিল আমার কঠিনতম প্রতিপক্ষ। তার বিপক্ষে আমি অনেক ম্যাচেই খেলেছি। শুধু আমিই না, আক্রমণভাগে তার সামনে যেকোনো গোলরক্ষককেই হিমশিম খেতে হয়। ’ উয়েফার ফেসবুক অ্যাকাউন্টে ভক্তদের প্রশ্নের জবাবে এমনটিই উল্লেখ করেন ক্যাসিয়াস। ’
২০১০ বিশ্বকাপ জয়ী ক্যাসিয়াস তার সেরা সেভ এর কথাও তুলে ধরেন, ‘বায়ার্ন লেভারকুসেনের বিপক্ষে ২০০২ চ্যাম্পিয়নস লিগ ফাইনালে একটি সেভ করেছিলাম। আর ২০১০ বিশ্বকাপ ফাইনালে আরিয়েন রোবেনকে পরাস্ত করার মুহূর্তটি অবিস্মরণীয় হয়ে থাকবে। ’
বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
অারএম