ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

চ্যাম্পিয়ন্স লিগের তৃতীয় রাউন্ডে নেই যারা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
চ্যাম্পিয়ন্স লিগের তৃতীয় রাউন্ডে নেই যারা ছবি: সংগৃহীত

ঢাকা: ২০ ও ২১ অক্টোবর দিবাগত রাতে মাঠে নামবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের জায়ান্ট দলগুলো। তৃতীয় রাউন্ডের এ ম্যাচগুলোতে থাকছেন না কিছু বিশ্বসেরা ফুটবলাররা।

লিওনেল মেসি, সার্জিও আগুয়েরো, সার্জিও রামোস, করিম বেনজেমা, মারিও গোতজের মতো আরও বেশ কিছু তারকা ইনজুরিতে ছিটকে পড়েছেন।

দেখে নেওয়া যাক, কোন কোন বিশ্ব তারকারা খেলতে পারছেন না তৃতীয় রাউন্ডে।

ইংলিশ জায়ান্ট আর্সেনাল আর জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের ম্যাচে গানারদের হয়ে মাঠে নামা হচ্ছে না জ্যাক উইলশায়ার, ড্যানি ওয়েলব্যাক আর থমাস রোজিকি। আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার এ তিন তারকাকে মাঠে নামাতে না পারলেও তৃতীয় রাউন্ডে পাচ্ছেন অলিভার জিরুদকে। প্রথম রাউন্ডে লাল কার্ড দেখা জিরুদ দ্বিতীয় রাউন্ড খেলতে পারেননি।

বায়ার্নের হয়ে থাকছেন না মেধি বেনাশিয়া, বাস্টাবার, সেবাস্তিয়ান রোদে, মারিও গোতজে এবং ফ্রাঙ্ক রিবেরি। বায়ার্ন কোচ পেপ গার্দিওলা তার শুরুর একাদশে নামাতে পারেন চোট কাটিয়ে ফেরা কিংসলে কোম্যান এবং আরিয়েন রোবেনকে।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা নিশ্চিতভাবেই বাতের বিপক্ষে মাঠে পাচ্ছেনা দলের প্রাণভোমরা লিওনেল মেসিকে। এছাড়া বর্তমান চ্যাম্পিয়নদের কোচ লুইস এনরিক হাঁটুর ইনজুরিতে থাকা রাফিনহা আর আন্দ্রেস ইনিয়েস্তাকে নিয়েও সংশয়ে রয়েছ্নে।

বায়ার লেভারকুজেনের বিপক্ষে ইতালিয়ান ক্লাব রোমা এডেন জেকোকে পেতে চলেছে। ইনজুরি কাটিয়ে জেকো ফিরলেও উরুর ইনজুরিতে ভোগা ফ্রান্সেসকো টট্টিকে শেষ মুহূর্তে দলে দেখা যেতে পারে।

ডাইনাভো কিভের বিপক্ষে ইংলিশ চ্যাম্পিয়ন চেলসির হয়ে থাকছেন না দলের এক নম্বর গোলরক্ষক থিবাউট কোরতোইস। হোসে মরিনহো তার একাদশে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়া ব্রানিস্লাভ ইভানোভিচকেও পাচ্ছেন না।

স্পেনের ক্লাব ভ্যালেন্সিয়া জেন্ত এর বিপক্ষে দলে রাখতে পারছে না দিয়েগো আলভেজ, রায়ান আর এনজো পেরেজকে। এদিকে আরেক স্প্যানিশ ক্লাব দিয়েগো সিমিওনের অ্যাতলেতিকো মাদ্রিদ আসটানার বিপক্ষে মাঠে পাবেনা হ্যামস্টিংয়ে ভোগা মিডফিল্ডার কোকেকে।

সিএসকেএ মস্কো আর ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচে মস্কোর দলে কোনো ইনজুরি সমস্যা না থাকলেও ইংলিশ ক্লাব ম্যানইউ পাচ্ছেনা লুক শ, অ্যাশলে ইয়ংয়ের মতো তারকাদের।

বরুশিয়া মনচেনগ্লাডবাচের বিপক্ষে ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাস রয়েছে ইনজুরি সমস্যায়। চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান রানার্সআপদের হয়ে মাঠে থাকছেন না ক্লদিয়ো মারচিশিয়ো, মারিও মান্দজুকিচ, পল পগবা, আলভারো মোরাতাদের।

ইংলিশ প্রিমিয়ারে উড়তে থাকা ম্যানচেস্টার সিটির বিপক্ষে মাঠে নামবে সেভিয়া। ম্যানসিটি এ ম্যাচে দলে পাচ্ছেনা ডেভিড সিলভা, সার্জিও আগুয়েরোকে। আগে থেকেই দলের বাইরে ছিটকে পড়েছেন আলেকজান্দার কোলারভ, ফ্যাবিয়ান ডেলফ আর গায়েল ক্লিচি।

ফরাসি জায়ান্ট প্যারিস সেইন্ট জার্মেইন আর স্প্যানিশ ফেভারিট রিয়াল মাদ্রিদের ম্যাচেও থাকছেন না বিশ্বসেরা কিছু তারকা ফুটবলার। পিএসজির হয়ে নামতে পারবেন না ডেভিড লুইস আর কেভিন ট্রাপ। এদিকে, রিয়ালের হয়ে ইনজুরিতে থাকা করিম বেনজেমা, দানি কারভাহাল, সার্জিও রামোস, দানিলো, জেমস রদ্রিগেজ, পেপে আর লুকা মদ্রিচের না খেলার সম্ভাবনা বেশি।

বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, ১৯ অক্টোবর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।