ঢাকা: আবারো শুরু হচ্ছে ইউরোপ সেরার লড়াই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। বুধবার (২১ আগস্ট) গ্রুপ ‘এ’তে মুখোমুখি হচ্ছে দুই ফেভারিট দল রিয়াল মাদ্রিদ ও প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।
২০১৪ সালের গ্রীষ্মকালীন দলবদলে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ডি মারিয়াকে বিক্রি করে দেয় রিয়াল। সে সময় আর্জেন্টাইন এ মিডফিল্ডার জানিয়েছিলেন, সান্থিয়াগো ব্যার্নাব্যুতে তার সমাদর কমে গিয়েছিল। ম্যানইউতে এক মৌসুম কাটিয়ে চলতি মৌসুমে পিএসজিতে পাড়ি জমান ডি মারিয়া।
লস ব্লাঙ্কসদের হয়ে দশম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতেন ডি মারিয়া। ২৭ বছরের এ তারকা মনে করেন, রিয়ালের প্রতি তার যথেষ্ট সম্মান রয়েছে আর সেখানকার মুহূর্তগুলো তার এখনও মনে পড়ে।
ডি মারিয়া বলেন, ‘আমি যদি রিয়ালের বিপক্ষে গোল করতে পারি তবে তার বিপরীতে কোন উদযাপন করবো না। কারণ সেখানকার অভিজ্ঞতাকে, সেখানকার সৃত্মিকে আমি কখনোই ভুলতে পারবো না। সাবেক দলের বিপক্ষে প্রতিটি মুহূর্ত আমার মনে গেঁথে রয়েছে। ’
এছাড়া ফ্রেঞ্চ চ্যাম্পিয়নদের এবারের উয়েফা আসরে ভালো করার ব্যাপারেও আশাবাদী ডি মারিয়া।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ১৯ অক্টোবর, ২০১৫
এমএমএস