ঢাকা: জাতীয় দলের কোচকে অপমান করায় জেল খাটতে হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের ফুটবলার আবদুল্লাহ কাশেমকে। দেশটির জাতীয় দৈনিকগুলো এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
কাশেম জাতীয় ফুটবল দলের কোচ মেহেদী আলিকে অশালীন অঙ্গভঙ্গি করায় চটে যান কোচ। এক পর্যায়ে তিনি কাশেমকে দল থেকে বাদ দেওয়ার কথা বলেন। তাতে ক্ষিপ্ত হয়ে আমিরাতের এ ফুটবলার কোচকে নিয়ে সমালোচনা শুরু করেন।
দলের কোচকে চড় মারতে চেয়ে একটি ভিডিও প্রকাশ করেন কাশেম। সেটি সামাজিক যোগাযোগের মাধ্যম ছাড়াও অন্য অনলাইন সাইট গুলোতে প্রকাশিত হয়।
যার কারণে, মানহানির অভিযোগে কোচ মেহেদী আলি আবুধাবির আদালতে মামলা ঠুকে দেন।
টেলিকমিউনেশন আইনে দেশটির আদালত কাশেমকে দোষী সাব্যস্ত করে। এছাড়া কোচকে অপমান করার অভিযোগের প্রমাণ পাওয়ায় আদালত কাশেমকে তিন মাস জেল খাটার শাস্তি দেয়। জাতীয় দলের এ ফুটবলারের সঙ্গে অভিষেকের অপেক্ষায় থাকা আরও এক ফুটবলার জড়িত থাকায় তাদের দল থেকে ইতোমধ্যেই বহিষ্কার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, ১৯ অক্টোবর ২০১৫
এমআর