ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

শুরু হলো অবহেলিতদের নিয়ে ফুটবল টুর্নামেন্ট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
শুরু হলো অবহেলিতদের নিয়ে ফুটবল টুর্নামেন্ট ছবি : সংগৃহীত

ঢাকা: দেশের স্বনামধন্য ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, অটোমোবাইলস ও হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারী প্রতিষ্ঠান মার্সেলের পৃষ্ঠপোষকতায় ও স্পোর্টস লাভারর্স অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় শুরু হয়েছে সুবিধাবঞ্চিত, পথহারা ও অবহেলিত শিশু-কিশোরদের নিয়ে ফুটবল টুর্নামেন্ট-২০১৫। সোমবার (১৯ অক্টোবর) দু’দিন ব্যাপী এই ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠেছে ।



প্রথম দিনের খেলায় ওয়ালটনের মুখোমুখি হয় পল্টন একাদশ। ম্যাচে পল্টন একাদশ ১-০ গোলে ওয়ালটনকে পরাজিত করে। আগামীকাল বিকাল ৪টায় ফাইনাল অনুষ্ঠিত হবে।

সোমবার সকাল ১১টায় পল্টন ময়দান মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুনার্মেন্টের উদ্বোধন করেন ওয়ালটন গ্রুপের ফার্স্ট সিনিয়র অতিরিক্ত পরিচালক জনাব এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্সেল ব্র্র্যান্ড এর জনাব রবিউল হাসান সুমন। আরো উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের প্রশাসক ও টুর্নামেন্টের প্রধান সমন্বয়কারী মো: ইয়াহিয়া ও অংশগ্রহণকারী চারটি দলের অধিনায়ক।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, ১৯ অক্টোবর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।