ঢাকা: ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় আগামী ০২ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ‘ওয়ালটন ২৯তম আন্তর্জাতিক জুনিয়র টেনিস প্রতিযোগিতা-২০১৫’। রোববার (০১ নভেম্বর) এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় ছয় দিনব্যাপী এ প্রতিযোগিতা চলবে ০৭ নভেম্বর পর্যন্ত।
শনিবার (২১ অক্টোবর) ওয়ালটনের পক্ষ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রোববার বিকেল ৪টায় রমনায় জাতীয় টেনিস কমপ্লেক্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের ফার্স্ট সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
এবারের প্রতিযোগিতায় বাংলাদেশসহ ১৬টি দেশের ১০৪ জন জুনিয়র টেনিস তারকা (ছেলে ৬৮ জন ও মেয়ে ৩৬ জন) অংশ নিচ্ছেন।
অংশ নেওয়া দেশের মধ্যে রয়েছে- বাংলাদেশ, অস্ট্রেলিয়া, কম্বোডিয়া, চীন, গ্রেট ব্রিটেন, জার্মানি, হংকং, ভারত, কোরিয়া, মালয়েশিয়া, নেদারল্যান্ডস, পাকিস্তান, ফিলিপাইন, শ্রীলঙ্কা, সিরিয়া ও চাইনিজ তাইপে।
বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
এসএস