ঢাকা: নিজেকে ‘নম্র’ ধরনের ফুটবলার নয় বলে জানিয়েছেন, তারকা ক্রিস্টিয়ানো রোনালাদো। সেই সঙ্গে নিজের পারফরম্যান্স আরো ভালো করতে সমর্থকদের কাছ থেকে ঘৃণা চান সিআর সেভেন।
রিয়াল মাদ্রিদের এ স্ট্রাইকারকে ব্যক্তিগত জীবনে সমর্থকরা কিছুটা স্বার্থপর বলে জানেন। যার কারণে ফুটবল বিশ্বে কিছুটা ব্যতিক্রম ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি পেয়েছেন তিনি। পর্তুগিজ অধিনায়ক ভক্তদের কাছে বিদ্বেষ সঞ্চার করেন আর ঘৃণিত হতে চান।
রোনালদো বলেন, ‘আমি কোন রকম নম্রতা জানি না। আমার মাঝে মিথ্যে কিছু নেই। তবে আমি শিক্ষা গ্রহন করি। আর সমর্থকরা যদি আমাকে ঘৃণা করে তবে আমি কিছু মনেকরি না। এটা আমাকে ভালো খেলতে সাহায্য করে। যখন আমি অ্যাওয়ে ম্যাচ খেলতে যাই তারা সবসময় আমার বিপক্ষে থাকে। তবে এটাই আমি চাই। ’
তিনি আরো বলেন, ‘যারা আমাকে ঘৃণা করে সেখান থেকেও ভালো কিছু আছে। আমার শত্রুর দরকার রয়েছে। এটা আমার খেলা একটা অংশ যখন আমি বলে পা ছুঁই তখন তারা চিৎকার করে। এসব ব্যাপার আসলে আমাকে আরো ভালো খেলতে অনুপ্রেরণা দেয়। ’
বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, ৩১ অক্টোবর, ২০১৫
এমএমএস