ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

হাইভোল্টেজ ম্যাচে চেলসিকে হারাল লিভারপুল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
হাইভোল্টেজ ম্যাচে চেলসিকে হারাল লিভারপুল ছবি: সংগৃহীত

ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার (৩১ অক্টোবর) রাতে হাইভোল্টেজ ম্যাচে খেলতে নেমেছিল চেলসি ও লিভারপুল। তবে চলতি মৌসুমে বেহাল অবস্থায় থাকা চেলসি ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে শেষ পর্যন্ত ৩-১ গোলে হার মেনেছে।

লিভারপুলের হয়ে দুর্দান্ত খেলা ফিলিপ কোতিনহো এদিন জোড়া গোল করেন।

এদিন অবশ্য ম্যাচের শুরুতেই লিড নেয় চেলসি। ব্রাজিলিয়ান তারকা রামিরেসের শটে এগিয়ে যায় স্বাগতিকরা। আর ম্যাচের পুরো প্রথমার্ধ বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে খেলতে থাকে হোসে মরিনহোর শিষ্যরা।

তবে প্রথমার্ধের নির্ধারিত সময়ের অতিরিক্ত সময়ে (৪৮ মিনিট) লিভারপুলকে সমতায় ফেরান কোতিনহো। রবার্টো ফিরমিনহোর থেকে বল পেয়ে দুরপাল্লার দুর্দান্ত এক শটে গোল করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার কোতিনহো। পরে সমতা নিয়েই বিরতিতে যায় দু’দল।

বিরতি থেকে ফিরে আরো জ্বলে ওঠে লিভারপুল। একের পর এক আক্রমণে ব্যস্ত রাখে চেলসির রক্ষণভাগকে। এরই সুবাদে ম্যাচের ৭৪ মিনিটে লিড নেয় অলরেডসরা। ক্রিস্টিয়ান বেনটেকের অ্যাসিস্টে নিজের জোড়া গোল পূর্ণ করেন কোতিনহো।

সমতায় ফিরতে ব্যস্ত চেলসি দু’একবার আক্রমণ চালালেও প্রতিহত করেন সফরকারী গোলরক্ষক। তবে ম্যাচের ৮৩ মিনিটে উল্টো আরো এক গোল হজম করতে হয় বর্তমান চ্যাম্পিয়নদের। দ্বিতীয় গোলে সহায়তা করা বেনটেকের অসাধারণ শটে লিড বাড়ায় লিভারপুল।  

ম্যাচের বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ইয়র্গান ক্লাপের শিষ্যরা। জার্মান কোচ ক্লপ প্রিমিয়ার লিগে লিভারপুলের হয়ে প্রথম জয় পেল।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, ৩১ অক্টোবর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।