বরগুনা: আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতায় আন্তঃজেলা চ্যাম্পিয়ন হয়েছে বরগুনা থানা।
শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৪টায় স্থনীয় কেন্দ্রীয় টাউন হল চত্বরে বেতাগী থানা দলকে ১৫ পয়েন্ট ব্যবধানে পরাজিত করে বরগুনা থানা দল এ গৌরব অর্জন করে।
খেলায় বরগুনা সদর থানা দল ৬৮ পয়েন্ট ও বেতাগী থানা দল ৫৩ পয়েন্ট লাভ করে।
খেলা শেষে বাংলাদেশ পুলিশের বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. আকরাম হোসেন প্রধান অতিথি হিসেবে খেলোয়াড়দের পুরষ্কার বিতরণ করেন।
এ সময় অন্যদের মধ্যে বরগুনার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ হাবীবুর রহমান, পুলিশ সুপার বিজয় বসাক পিপিএম, পৌর মেয়র মো. শাহাদাত হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্বাস হোসেন মন্টু, প্রেসক্লাব সভাপতি মো. হাসানুর রহমান ঝন্টু ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।
এর আগে সকালে বাংলাদেশ পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি মো. হুমায়ূন কবির প্রতিযোগিতা স্থল পরিদর্শন করেন।
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় ও বরগুনা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলার ছয়টি থানা দলের পুলিশ সদস্যরা এ প্রতিযোগিতায় অংশ নেন।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক এম হারুন-অর-রশিদ রিংকু।
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
টিআই