ঢাকা: কেএফসি জাতীয় নারী ফুটবলের উদ্বেধনী ম্যাচে জয় পেয়েছে বাগেরহাট ও জয়পুরহাটের নারী ফুটবল দল। বাগেরহাট ১-০ হারিয়েছে মাগুরাকে, অন্যম্যাচে একই ব্যবধানে বগুড়ার বিপক্ষে জয় তুলে নিয়েছে জয়পুরহাট।
যশোর পুলিশলাইন মাঠে, খেলার শুরু থেকেই মাগুরার উপর প্রভাব বিস্তার করতে থাকে বাগেরহাট। সেই ধারাবাহিকতায় প্রথমার্ধের ১৭ মিনিটে লিকার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় বাগেরহাট। এরপর প্রথমার্ধের পুরো সময় মাগুরার মেয়েরা সমতায় ফিরতে চাইলেও তা হয়ে উঠেনি। অন্যদিকে, যশোরের মেয়েরাও পারেনি গোল ব্যবধান বাড়াতে। ফলে বাগেরহাট ১-০ তে এগিয়ে থেকেই প্রথমার্ধের খেলা শেষ হয়। এরপর দ্বিতীয়ার্ধেও বাগেরহাট চেষ্টা করেছে গোল ব্যবধান বাড়াতে আর মাগুরা সমতায় ফেরার চেষ্টা করে। কিন্তু দু’দলের দারুণ রক্ষনের কারণে তাদের সেই চেষ্টা ব্যর্থ হলে ১-০ তে জয় নিয়ে মাঠ ছাড়ে বাগেরহাটের মেয়েরা।
অন্যম্যাচে, রাজশাহী পুলিশ লাইনে, খেলার শুরু থেকে দু’দল সমান আক্রমণ রচনা করলেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি কেউই। তবে, দ্বিতীয়ার্ধে ধরা দেয় সেই কাঙ্খিত গোল। ৬৭ মিনিটে লতা বগুড়ার জালে বল জড়িয়ে জয়পুরহাটকে ১-০ তে জয় এনে দিলে হারের গ্লানি নিয়েই মাঠ ছাড়তে হয় বগুড়াকে।
বাংলাদেশ সময়: ২২১২ ঘণ্টা, ০২ নভেম্বর ২০১৫
এইচএল/এমআর