ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

মানিকগঞ্জে আন্তঃউপজেলা কাবাডি প্রতিযোগিতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৫
মানিকগঞ্জে আন্তঃউপজেলা কাবাডি প্রতিযোগিতা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মানিকগঞ্জ: মানিকগঞ্জে পুলিশ কাপ আন্তঃউপজেলা অনূর্ধ্ব-২১ যুব কাবাডি প্রতিযোগিতার ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে দৌলতপুর উপজেলা দল।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে জেলা শহরের বিজয় মেলা মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়।



জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও জেলা পুলিশের সহযোগিতায় এ ম্যাচে দৌলতপুর উপজেলা দল ৫৭/৪৩ পয়েন্টে মানিকগঞ্জ পৌরসভা দলকে হারায়।

টুর্নামেন্ট কমিটি আহ্বায়ক কাজী এনায়েত হোসেন টিপুর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জেলা পুলিশ সুপার (এসপি) মাহফুজুর রহমান-বিপিএম।

এ সময় আরও উপস্থিত ছিলেন- দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল নিশাত, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি সুদেব কুমার সাহাসহ অন্য কর্মকর্তারা।

খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়। টুর্নামেন্টে মোট ৮টি দল অংশ নেয়।  

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৫
এএটি/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।