ঢাকা: ওয়ালটন গ্রুপ এর পৃষ্ঠপোষকতায়, আন্তর্জাতিক টেনিস ফেডারেশন (আইটিএফ) এর অনুমোদনক্রমে ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় চলছে ‘ওয়ালটন ২৯তম বাংলাদেশ আইটিএফ জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ-২০১৫’। শনিবার (০৭ নভেম্বর) আন্তর্জাতিক জুনিয়র টেনিসের ফাইনাল ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
শুক্রবার (০৬ নভেম্বর) চলমান টুর্নামেন্টের খেলায় বালক এককে ভারতের সুনিশ ৬-১, ৪-৬, ৬-১ গেমে স্বদেশী জিগতিয়ানিকে এবং সিরিয়ার হাজেম সাওয়া ৬-৪, ৬-৩ গেমে ভারতের সোমানিকে পরাজিত করে ফাইনালে উন্নীত হন।
বালক দ্বৈত ম্যাচে ভারতের সোমানি ও সুনিশ জুটি ৬-৪, ৬-৪ ভারতের অমিত ও পাতেল জুটিকে এবং ভারতের সানিল ও দাহিয়া জুটি ৬-৩, ৪-৬, ১০-৮ গেমে হংকং এর হো ও চাইনিজ তাইপের সু জুটিকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়।
শনিবার (০৭ নভেম্বর) সকাল ৯টায় প্রতিযোগিতার বালক ও বালিকা এককের ফাইনাল এবং বিকেল ৩টায় প্রতিযোগিতার বালক ও বালিকা বিভাগের দ্বৈতের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
খেলা শেষে বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করবেন ড. শ্রী বিরেণ শিকদার, এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও বিষেশ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ওয়ালটন গ্রুপের ফার্স্ট সিনিয়র অতিরিক্ত পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)।
বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, ০৬ নভেম্বর ২০১৫
এমআর