ঢাকা: ২০১৮ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মুখোমুখি হয় স্বাগতিক বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া। প্রথমার্ধ শেষে টিম কাহিলের হ্যাটট্রিক আর দলপতি জেডিনাকের গোলে ৪-০ গোলে এগিয়ে সকারুরা।
ম্যাচের ষষ্ঠ মিনিটের মাথায় টিম কাহিলের গোলে লিড নেয় সকারুরা। হেড করে গোলটি করেন অজি তারকা। ম্যাচের ১১তম মিনিটে অতিথিদের আরেকটি জোরালো আক্রমণে কেঁপে উঠে স্বাগতিকদের রক্ষণভাগ। তবে, কোনো রকমে সে আক্রমণটি রুখে দেয় বাংলাদেশ।
ফিফা র্যাংকিংয়ের ৬০ নম্বর দলকে অবাক করে দিয়ে ম্যাচের ২২ মিনিটের মাথায় আক্রমণ শানে ৠাংকিংয়ের ১৮০ নম্বরে থাকা ফ্যাবিও লোপেজের শিষ্যরা। তবে, সকারুদের শক্ত ডিফেন্স চিড়ে কিছুই করতে পারেনি স্বাগতিকরা। পাল্টা আক্রমণে অস্ট্রেলিয়া জোরালো শট নিলেও স্বাগতিক গোলরক্ষক শহীদুল তা রুখে দেন।
ম্যাচের ৩০ মিনিটে লংপাসে বাংলাদেশ সকারুদের ডি-বক্সে বল আনলেও সেখানে কোনো স্বাগতিক ফুটবলার না থাকায় সমতায় ফেরা হয়নি।
খেলার ৩২ মিনিটের মাথায় আরেকবার লিড নেয় অস্ট্রেলিয়া। এবারো দলকে এগিয়ে নেন টিম কাহিল। বাংলাদেশের সীমানায় জটলার মধ্য থেকে বল জালে জড়িয়ে দেন কাহিল। ফলে, ২-০ গোলে এগিয়ে যায় সকারুরা। ম্যাচের ৩৭ মিনিটে আবারো গোল করেন টিম কাহিল। এ গোলের মধ্য দিয়ে সকারু তারকা নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন।
খেলার ৪৩ মিনিটে আরও ব্যবধান বাড়ায় অস্ট্রেলিয়া। দলের চতুর্থ গোলটি করেন দলপতি জেডিনাক।
প্রথমার্ধে আর কোনো গোল না হলে ৪-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় অস্ট্রেলিয়া।
চারবার বিশ্বকাপ খেলা এশিয়ান জায়ান্ট অস্ট্রেয়িলার কোচ পোস্তেকোগলু তার শুরুর একাদশে মাঠে নামান টিম কাহিল, জেডিনাক, উইলকিনসন, রাইট, লোউনোঙ্গো, ম্যাকায়দের। এদিকে, বাংলাদেশের হয়ে শুরুর একাদশে কোচ ফ্যাবিও লোপেজ মাঠে নামান নাসিরুল, হেমন্ত ভিনসেন্ট, রায়হান, মামুনুল, তপু বর্মন, সোহেল রানা, জামাল ভূঁইয়া, কোমলকে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল সাড়ে পাঁচটায় মাঠে নামে দুই দল। দুই দেশের জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় ম্যাচ।
ফিফা বিশ্বকাপ-২০১৮ এর বাছাইপর্বে হোম ম্যাচে পার্থের মাঠে বাংলাদেশকে ৫-০ গোলে হারিয়েছিল সকারুরা। এবার বাংলাদেশে অ্যাওয়ে ম্যাচ খেলতে এসেছে কিরগিজস্তানকে ৩-০ গোলে হারিয়ে। এদিকে গত বৃহস্পতিবার তাজিকিস্তানের মাঠেও বাংলাদেশ বিধ্বস্ত হয়েছে ৫-০ গোলে।
বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, ১৭ নভেম্বর ২০১৫
এমআর
** ৪-০তে পিছিয়ে বাংলাদেশ
** টিম কাহিলের গোলে এগিয়ে সকারুরা