ঢাকা: আগামী ২৬ নভেম্বর থেকে মাঠে গড়াচ্ছে ‘বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লীগ ২০১৪-১৫’র খেলা। এটি টুর্নামেন্টের চতুর্থ আসর।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এ বিষয়ে নিশ্চিত করেন।
সংবাদ সম্মেলনে অংশগ্রহণকারী দলগুলো সম্পর্কে বাংলাদেশ ফুটবল ফেডারেশন জানায়, ‘উত্তর বারিধারা ক্লাব, অগ্রণী ব্যাংক লিমিটেড স্পোর্টস ক্লাব, আরামবাগ ক্রীড়া সংঘ, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব, ওয়ারী ক্লাব, ফকিরাপুল ইয়ংমেন্স ক্লাব, টিঅ্যান্ডটি ক্লাব ও বাংলাদেশ পুলিশ এসিকে নিয়ে এবারের টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। আর অংশগ্রহণকারী দল গুলোর মধ্য থেকে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারী দল বাংলাদেশ প্রিমিয়ার লীগ ২০১৫-১৬ তে উত্তীর্ণ হবে। পয়েন্ট টেবিলের সবচেয়ে নিচে থাকা দলটির লীগ থেকে অবনমন হবে। ’
টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এবং বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে।
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ১৯ নভেম্বর ২০১৫
এইচএল/এমআর