ঢাকা: স্প্যানিশ ও ইংলিশ লিগের হাইভোল্টেজ ম্যাচে স্বাগতিক দর্শকদের নিরাশই হতে হলো। প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই খেলার নিষ্পত্তি হয়েছে।
ঘরের মাঠে লজ্জাজনক হারে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান হারিয়ে তিনে নামল সিটিজেনরা। অপর ম্যাচে ওয়েস্ট ব্রমউইচের বিপক্ষে ২-১ গোলে হেরে যাওয়ায় দুই থেকে চারে নেমে এলো আর্সেনাল। ভিন্ন ম্যাচে জয় পাওয়ার সুবাদে প্রথম ও দ্বিতীয় স্থানে যথাক্রমে লেইচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেড।
লিভারপুলের বিপক্ষে প্রথমার্ধে দাঁড়াতেই পারেনি ম্যানসিটি। দুই ব্রাজিলিয়ান তারকা ফিলিপে কুতিনহো ও রবার্তো ফিরমিনোর পারফরম্যান্স ছিল নজরকাড়া। অবশ্য, সিটিজেনদের ফ্রেঞ্চ ডিফেন্ডার মানগালার আত্মঘাতী গোলেই সাত মিনিটের মাথায় লিড নেয় অল রেডসরা। ২৩ মিনিটে ফিরমিনোর ক্রসে বল জালে জড়ান কুতিনহো।
এর ৯ মিনিট পর কুতিনহোর পাসে গোলের খাতায় নাম লেখান ফিরমিনো। ৩-০ গোলে পিছিয়ে থেকে ম্যাচ থেকেই এক প্রকার ছিটকে পড়ে স্বাগতিকরা। অবশ্য, প্রথমার্ধের এক মিনিট আগে একটি গোল পরিশোধ করেন সার্জিও আগুয়েরো। তবে দ্বিতীয়ার্ধেও অল রেডসদের আক্রমণাত্মক ফুটবলের সামনে ডিফেন্স সামলাতেই হিমশিম খায় মার্টিন ডেমিচেলিসরা।
নির্ধারিত সময়ের ৯ মিনিট আগে ম্যানসিটির কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন স্লোভাকিয়ান ডিফেন্ডার মার্টিন স্কারটেল। ম্যাচ শেষে স্টার্লিং-ডি ব্রুইনদের হতাশার বিপরীতে দাপুটে জয়ের উচ্ছ্বাস নিয়ে মাঠ ছাড়ে ইয়োর্গেন ক্লপের শিষ্যরা।
বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
আরএম