ঢাকা: বুন্দেসলিগায় টানা ১৩ ম্যাচে অপরাজিত থাকল বায়ার্ন মিউনিখ। বাভারিয়ানদের জয়রথ যেন ছুটছেই।
শালকের মাঠে খেলা শুরুর ৯ মিনিটের মাথায় ডেভিড আলাবার গোলে লিড নেয় বায়ার্ন। তবে আট মিনিট পরই জার্মান মিডফিল্ডার ম্যাক্স মেয়ারের গোলে ম্যাচে ফেরে স্বাগতিকরা। ১-১ গোলের সমতায় প্রথমার্ধ শেষ হয়।
পুরো ম্যাচ জুড়েই মুলার-লেভানডফস্কিদের আক্রমণাত্মক ফুটবলে ডিফেন্স সামলাতেই হিমশিম খায় শালকে। ৭২ শতাংশ বলই থাকে বায়ার্নের দখলে। অন্যদিকে, পাঁচটি প্রচেষ্টার গোলমুখে মাত্র একটি শট নেয় স্বাগতিকরা। অবশ্য সহজেই ব্যবধান দ্বিগুন করতে পারেনি বাভারিয়ানরা।
দ্বিতীয়ার্ধের ৬৯ মিনিটে আরিয়েন রোবেনের পাসে বল জালে জড়ান স্প্যানিশ মিডফিল্ডার জাভি মার্টিনেজ। ইনজুরি সময়ের শেষদিকে গোলের খাতায় নাম লেখান জার্মান তারকা থমাস মুলার।
বাংলাদেশ সময়: ১০৪৬ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
আরএম