ঢাকা: বাজেভাবে মৌসুম শুরু হলেও স্বরুপে ফিরেছে জুভেন্টাস। আর্জেন্টাইন স্ট্রাইকার পাওলো দিবালার একমাত্র গোলে এসি মিলানের বিপক্ষে ন্যুনতম ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে জুভিরা।
জুভেন্টাস স্টেডিয়ামের হাইভোল্টেজ ম্যাচটিতে খেলার শুর থেকে দু’দলই আক্রমণাত্মক ফুটবল উপহায় দেয়। তবে ফিনিশিং দুর্বলতায় প্রথমার্ধ থাকে গোলশূন্য। ৬৫ মিনিটে স্বাগতিকদের অপেক্ষার অবসান ঘটে। ডি-বক্সে দারুণ দক্ষতায় প্রথম টাচে বল নিয়ন্ত্রণে নিয়ে জুভিদের লিড এনে দেন দিবালা। এটি মৌসুমে তার ষষ্ঠ গোল।
ম্যাচ ফিরতে মরিয়া এসি মিলান কয়েকটি সুযোগ পেলেও জুভেন্টাসের ডিফেন্স দেয়াল ভাঙতে পারেনি। অন্যদিকে, ব্যবধান বাড়াতে পগবা-মান্দজুকিচদের কয়েকটি প্রচেষ্টা ভেস্তে যায়। সে যাই হোক, নির্ধারিত সময় শেষে জয়ের উচ্ছ্বাস নিয়ে মাঠ ছাড়ে ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির শিষ্যরা।
পয়েন্ট টেবিলে ১৩ ম্যাচ শেষে ছয় জয়, তিন ড্র ও চার পরাজয়ে ২১ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে জুভেন্টাস। সমান ম্যাচে ২০ পয়েন্টে এক ধাপ পিছিয়ে এসি মিলান। শীর্ষে থাকা ফিওরেন্তিনার সংগ্রহ ১২ ম্যাচে ২৭ পয়েন্ট।
বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
আরএম