ঢাকা: ইউনান আসিয়ান ইন্টারন্যাশনাল ওপেন ফুটবল টুর্নামেন্টে আবারো হারল বাংলাদেশ। প্রথম ম্যাচে মিয়ানমারের হানথারওয়াডি ইউনাইটেডের বিপক্ষে লড়াই করে হেরে যাওয়ার পর বোরবার (২২ নভেম্বর) চীনের লিজিয়ান ক্লাবের বিপক্ষে বাংলাদেশ হেরেছে ২-১ গোলে।
মোনায়েম খান রাজু লাল কার্ড দেখায় দশজন নিয়ে খেলতে হয় লাল-সবুজদের।
ম্যাচের প্রথমার্ধেই গোল করে এগিয়ে যায় লিজিয়ান ক্লাব। তবে, আমিনুর রহমান সজীবের গোলে সমতা ফেরায় বাংলাদেশ। খেলার ৮৫ মিনিটে আবারো লিড নেয় চীনের ক্লাবটি। বাকি সময়ে আর ঘুরে দাঁড়াতে পারেনি ফ্যাবিও লোপেজের শিষ্যরা। ফলে, ২-১ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজরা।
প্রথম ম্যাচে মিয়ানমারের হানথারওয়াডি ইউনাইটেডের বিপক্ষে ৩-২ গোলে হেরে যায় মামুনুল ইসলামের দল। তবে, নিজেদের দ্বিতীয় ম্যাচে খেলেননি মামুনুল।
আগামী ২৪ নভেম্বর চীনের হেবেইয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, ২২ নভেম্বর ২০১৫
এমআর