ঢাকা: ক্রিস্টিয়ানো রোনালদো, গ্যারেথ বেল, করিম বেনজেমা, টনি ক্রুস ও জেমস রদ্রিগেজ সবাই ছিলেন। তবে ঘরের মাঠে পূর্ণ শক্তির দল নিয়েও বড় ব্যবধানে পরাজয়ের লজ্জায় ডোবে রিয়াল মাদ্রিদ।
কিন্তু, বেনিতেজের এমন ‘খোড়া যুক্তি’ রিয়াল সমর্থকরা কী মেনে নেবেন? দলে তো তারকা খেলোয়াড়দের কমতি ছিল না! তারপরও একাদশ নির্বাচনে নিজের ভুল সিদ্ধান্তের কথাই বলছেন স্প্যানিশ কোচ।
এক সাক্ষাৎকার বেনিতেজ বলেন, ‘বার্সার বিপক্ষে হেরে যাওয়াটা খুবই কষ্টদায়ক। খেলোয়াড়রা প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি। বল দখলে রেখে প্রতিপক্ষের ডিফেন্স ব্যস্ত রাখা, আক্রমণের পাশাপাশি দ্রুতগতির পাসিং ফুটবল এমনটিই প্রত্যাশা ছিল। কিন্তু, আমরা কিছু ভুল করেছি বলেই এর খেসারত দিতে হয়েছে। প্রতিভাবান ও অভিজ্ঞ খেলোয়াড় থাকলেও আমাকে বলতেই হচ্ছে, আমি ভুল একাদশ বাছাই করেছি। ’
রিয়াল কোচ উল্লেখ করেন, ‘শুরুর একাদশে দলের গুরুত্বপূর্ণ প্রায় সব খেলোয়াড়ই ছিল। তাদের কাছে আগের ম্যাচগুলোর তুলনায় ভালো পারফরম্যান্সই আশা করেছিলাম। কিন্তু, এমন ফলাফলের জন্য আমরা সবাই দায়ী। আমাদের অবশ্যই উন্নতি করতে হবে এবং পরের ম্যাচ জিতে পূর্ণ পয়েন্ট অর্জনের বিকল্প নেই। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দল গোছানো। সবাইকে দেখাতে চাই, সমর্থকদের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। ’
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
আরএম