ঢাকা: বায়ার্ন মিউনিখের সঙ্গে পেপ গার্দিওলার চুক্তি নবায়নের অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। এবার স্প্যানিশ কোচের বায়ার্ন ছাড়ার গুঞ্জনে বাড়তি হাওয়া লাগল।
অন্যদিকে, বায়ার্ন চেয়ারম্যান কার্ল হেইঞ্জ রুমেনিগের একটি মন্তব্যে গার্দিওলার বুন্দেসলিগা ছাড়ার গুজব আরো জোড়ালো হয়। রুমেনিগে অনেকটা অকপটেই বলে ফেলেন, গার্দিওলার চুক্তি নবায়ন নিয়ে তারা উদ্বিগ্ন নন। এতেই স্পষ্ট হয়, জার্মান জায়ান্টরাও নতুন কোচ নিয়োগ দিতে মানসিকভাবে প্রস্তুতি সেরে রাখছে।
সূত্রমতে, সিটিজেনদের কোচের পদে ম্যানুয়েল পেলেগ্রিনির স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন গার্দিওলা। আর বায়ার্নের সম্ভাব্য কোচের দৌড়ে এগিয়ে রয়েছেন কার্লো আনচেলত্তি। অবশ্য, এ ব্যাপারে ম্যানসিটি ও বায়ার্নের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি বা নিশ্চয়তা দেওয়া হয়নি।
উল্লেখ্য, ২০১৩ সালে তিন বছরের চুক্তিতে বুন্দেসলিগা চ্যাম্পিয়নদের কোচের দায়িত্ব নেন গার্দিওলা। চলতি মৌসুম শেষেই এর মেয়াদ শেষ হবে। কিন্তু, নতুন চুক্তির বিষয়ে এখনো নিজের অবস্থান স্পষ্ট করেননি সাবেক বার্সেলোনার কোচ। তাতেই ৪৪ বছর বয়সী স্প্যানিশ কোচের ইংলিশ লিগে পাড়ি জমানোর গুঞ্জন ওঠে। শেষ পর্যন্ত গুঞ্জনই সত্যিতে রুপান্তর হয় কিনা সেটিই এখন দেখার বিষয়!
বাংলাদেশ সময়: ১২০৬ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
অারএম